উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Mandir) সস্ত্রীক গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (BJP Chief Dilip Ghosh)। মন্দিরে বিগ্রহ দেখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পাশে বসে দুজনকে গল্প করতেও দেখা যায়। কিন্তু প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতির দিঘা যাত্রা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। একের পর এক রাজ্য বিজেপি নেতা দিলীপকে বিঁধে নানান কথা বলেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। পালটা তাঁকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষও।
তথাগতের (Tathagata Roy) কথায়, নতুন বিয়ে করলে অনেকেরই মাথাটা ঘুরে যায়। তো সেই জন্য হয়তো দিলীপ ঘোষের জগন্নাথদেবের প্রতি ভক্তি উথলে উঠছিল। তাই হয়তো ওই মন্দিরে গিয়েছিলেন। কিন্তু মমতার সঙ্গে একই কাউচে বসে এতো খোশ গল্পের কী আছে? এতে রাজনীতি নেই বলাটা ভন্ডামি। ১০০ শতাংশ রাজনীতি আছে। তবে কি দিলীপের আগামী পথ তৃণমূলগামী? উনি প্রাক্তন সভাপতি ছিলেন। বর্তমানেও হয়তো হতে চাইছেন। সেটা হয়তো দল চাইছে না। তাই উনি পার্টি ছেড়ে চলে যেতে চান। প্রকাশ্যে যোগ না দিলেও হয়তো ভিতরে ভিতরে যোগ দিয়ে দিয়েছেন। মমতার সঙ্গে সাক্ষাৎ অন্তত তেমনটাই বলছে।’
তথাগতের এহেন কথা শুনে পালটা তাঁকে একহাত নিয়েছেন দিলীপও। তিনি বলেন, ‘যাঁর নিজের গতি নেই, তিনি আমার গতিপ্রকৃতি নিয়ে কথা বলবে? আসলে অনেকে ভাবছে আমি দল ছেড়ে চলে গেলে জায়গা ফাঁকা হবে। আমার জায়গায় তাঁরা বসতে পারবেন। কিন্তু আমি দল ছাড়ছি না। কোথাও যাচ্ছি না।’