Suvendu Adhikari | শুভেন্দুর কনভয়ে হামলা, গ্রেপ্তার আরও ৪, উদয়ন গুহ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Suvendu Adhikari | শুভেন্দুর কনভয়ে হামলা, গ্রেপ্তার আরও ৪, উদয়ন গুহ সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

শিক্ষা
Spread the love


কোচবিহার: কোচবিহার (Cooch Behar) শহর লাগোয়া খাগড়াবাড়িতে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এই ঘটনায় আরও ৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ। গতকালই এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha), তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশের তরফেও একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানিয়েছেন, ধৃতরা হল রঞ্জিত দে, জহিরুল ইসলাম, শুখলাল রবিদাস, আশরাফুল আলম, হরিধন সরকার, মহম্মদ হাবিব ও শহিদুল ইসলাম। প্রত্যেকেই কোচবিহার-২ এর বাসিন্দা। তাঁরা তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে।

গতকাল পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী। তাঁর কনভয় কোচবিহার শহরে ঢোকার মুখেই খাগড়াবাড়িতে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়ে। সেখানেই তাঁর গাড়ি সহ পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু। এবার এই ঘটনায় মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়াল ৭।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *