Sukanta Majumder | ‘তৃণমূল নেতাদের অনেক পয়সা হয়ে গেছে….’,ভিডিও পোস্ট করে কটাক্ষ সুকান্তর

Sukanta Majumder | ‘তৃণমূল নেতাদের অনেক পয়সা হয়ে গেছে….’,ভিডিও পোস্ট করে কটাক্ষ সুকান্তর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সুবীর মহন্ত, বালুরঘাট: তৃণমূল নেতাদের এখন পয়সা হয়ে গেছে। তারা এখন আর শহিদ দিবসের সমাবেশে বিনা পয়সায় যায় না। কেউ এসি গাড়িতে কেউ বাসে কেউবা এসি ট্রেনে যায়। সম্প্রতি  দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের এমনই একটি ভিডিও বক্তব্য সমাজমাধ্যমে পোস্ট করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সুভাষ ভাওয়াল বলছেন, ‘আমরা যা জানি এই ঘরে যাঁরা আছেন, তাঁরা আর কেউ এখন বিনে পয়সায় যান না। তৃণমূলের এখন যা টাকা হয়েছে, তাতে কেউ বিনা পয়সায় যান না। বিনা পয়সায় যাওয়ার লোক এগুলা না। এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে, কেউ ট্রেনে ব্যবস্থা করেছেন বা করবেন।’ ২১ জুলাই দলের শহিদ দিবসে যাওয়া নিয়ে সুভাষ ভাওয়াল এই মন্তব্য করেছেন বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। ইতিমধ্যেই সুকান্তবাবুর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। জেলার  রাজনৈতিক মহলেও প্রবল শোরগোল শুরু হয়েছে।

যদিও সুভাষ ভাওয়াল জানান, ‘এটা একান্তই আমাদের দলীয় ব্যাপার। কর্মীদের শাসন করতে যা বলার দরকার, সেটাই আমি বলেছি। নেতারা একা একাই বিভিন্নভাবে চলে আসেন। এবারে যেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই তাঁরা ধর্মতলার উদ্দেশ্যে আসেন। সেই কথাই আমি বলতে চেয়েছি।’ তবে বিরোধীরা অবশ্য এনিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *