Paneer recipe | পুজোর কদিন বাড়িতে নিরামিষ? রাঁধুন পনির সালান

Paneer recipe | পুজোর কদিন বাড়িতে নিরামিষ? রাঁধুন পনির সালান

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোজনরসিক বাঙালির পুজো মানেই পেটপুজো। উৎসবের প্রহর দুয়ারে কড়া নাড়লেই আনন্দের স্বাদ আরও বেশি করে চেটেপুটে নিতে চায় মন। অনেকেই রয়েছেন যাঁরা পুজোর দিনগুলোয় মাছ-মাংস মুখে তোলেন না, কিংবা অনেকে আবার বছরভর নিরামিষাশী। একরকম পদের রান্না খেয়ে একঘেয়ে লাগলে বানিয়ে দেখতেই পারেন পনির সালান। যা রান্না করলে পাত তো চেটেপুটে সাফ হবেই, অতিথিদেরও তারিফ পাবেন।

উপকরণ

পনির ৪০০-৫০০ গ্রাম, বড় পেঁয়াজ আধখানা, জিরে গুঁড়ো ১/২ চামচ, তিল তিন চামচ, সরষে গুঁড়ো ১/২ চামচ, লংকা গুঁড়ো ১ চামচ, শুকনো নারকেল ১/৪ কাপ, কালোজিরে ১/২ চামচ, তেঁতুলবাটা ২ চামচ, রসুনের কোয়া ২টো, সাদা তেল ২ চামচ, নুন স্বাদমতন, চিনি স্বাদমতন, কারিপাতা কয়েকটা, শুকনো লংকা কয়েকটা, বাদাম ১/৩ কাপ।

প্রণালী

ছোট ছোট টুকরোয় কেটে রাখুন পনির। একটা কড়াইয়ে বাদাম, তিল আর নারকেল শুকনো ভেজে নিন দুই থেকে তিন মিনিট। কোনওভাবেই যেন পুড়ে না যায়। ঠান্ডা হতে দিন। এবার হ্যালাপিনোগুলোয় তেল মাখিয়ে সেগুলো কাঁটা চামচে আটকে আগুনে গ্রিল করে নিন যতক্ষণ না বাইরেটা পুড়ে-পুড়ে আসে। সেগুলো ঠান্ডা করে ছাল ছাড়িয়ে নিন। অর্ধেক করে কেটে নিন। কড়াইয়ে এবার এক চামচ সাদা তেল দিন। পনিরের টুকরোগুলো বাদামি হয়ে আসা পর্যন্ত তেলে সাঁতলে নিন। পেঁয়াজ আর রসুন ছাড়ুন পনিরের মধ্যে। ভালো করে ভেজে নিন।
এবার আগে থেকে ভেজে রাখা বাদাম, তিল, নারকেল মিশিয়ে নিন। হলুদ এবং লংকা গুঁড়ো মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন। আরেকটা প‌্যানে বাকি সাদা তেল গরম করে তার মধ্যে সর্ষে, জিরে এবং কালোজিরে ঢালুন। কারিপাতা কুচিয়ে ছেড়ে দিন। তাতে তেঁতুল বাটা এবং ৩/৪ কাপ জল মেশান। জলের পরিমাণ চোখের আন্দাজে বাড়িয়ে-কমিয়ে নিতে পারেন। চার থেকে ৫ মিনিট নাড়ান। স্বাদমতো নুন-চিনি দিন। এবার এই মিশ্রণে পনির মেশান। ভালো করে কষিয়ে উপরে শুকনো লংকা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *