চাঁচল: বিজেপি (BJP)-র গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত এলাকা। জখম অন্তত ৭ জন। বৃহস্পতিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে মালদা (Malda)-র চাঁচলের (Chanchal) আশ্রমপাড়া এলাকায়। ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা ও থানাপাড়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যর স্বামী সুমিত সরকারের দলের সংঘর্ষ হয়। পুরোনো বিবাদকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বলে অভিযোগ। জখম হন পঞ্চায়েত সদস্য এবং অপর পঞ্চায়েত সদস্যর স্বামী সহ দু’পক্ষের অন্তত ৭ জন। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
এবিষয়ে বিজেপির উত্তর মালদার সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া জানান, ঠিক কী নিয়ে গণ্ডগোল, বিষয়টি দলীয়ভাবে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।