Kolkata Airport | মুম্বইগামী বিমানে বোমাতঙ্ক! হাই অ্যালার্ট কলকাতা বিমানবন্দরে

Kolkata Airport | মুম্বইগামী বিমানে বোমাতঙ্ক! হাই অ্যালার্ট কলকাতা বিমানবন্দরে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুম্বইগামী ইন্ডিগোর (IndiGo) বিমানে বোমা রয়েছে। এমন খবর সামনে আসতেই মঙ্গলবার শোরগোল পড়ে গেল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। তড়িঘড়ি বিমান থেকে নামানো হয় ১৯৪ জন যাত্রীকে। শুরু হয় তল্লাশি। হাই অ্যালার্ট (Excessive Alert) জারি করা হয়েছে বিমানবন্দর চত্বরে।

এদিন দুপুর ১টা বেজে ৩৫ মিনিটে ওড়ার কথা ছিল মুম্বইগামী 6E5227 বিমানটির। তবে বিমানে বোমা রয়েছে বলে দাবি করেন এক যাত্রী। বিষয়টি সামনে আসতেই তুমুল হট্টগোল পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের। পৌঁছায় বম্ব স্কোয়াড। তবে দীর্ঘ তল্লাশি চালানোর পরও কোনও বোমার হদিস মেলেনি। তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। কেন তিনি এমন দাবি করলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। নেপথ্যে বড়সড়ো কোনও ছক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ভারত-পাক উত্তেজনার আবহে গত কয়েকদিন ধরে এমনিতেই নজরদারি বাড়ানো হয়েছে বিমানবন্দরে। এই পরিস্থিতিতে এদিনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *