Jalpaiguri | মমতা কিংবা মোদি নন! পুজো মণ্ডপ উদ্বোধন হল রিক্সা চালকের হাতে, সাম্যের বার্তা জলপাইগুড়িতে

Jalpaiguri | মমতা কিংবা মোদি নন! পুজো মণ্ডপ উদ্বোধন হল রিক্সা চালকের হাতে, সাম্যের বার্তা জলপাইগুড়িতে

শিক্ষা
Spread the love


জলপাইগুড়ি: প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী কারুরই ডাক পড়েনি পুজো মণ্ডপ (Durga puja)  উদ্বোধনে! নিদেন পক্ষে ডাকা হয়নি স্থানীয় নেতাদেরও! একেবারে চেনা চক ভেঙে মহাষষ্ঠীর সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের বিলপাড়া রটন্তী ক্লাব ও পাঠাগারের পুজো উদ্বোধন করলেন এক প্রবীণ রিক্সাচালক (Rickshaw Puller)। ফিতে কেটে, প্রদীপ জ্বালিয়ে মণ্ডপের শুভ সূচনা হতেই চারদিকে ফেটে পড়ল হাততালি।

বিলপাড়া রটন্তী ক্লাব ও পাঠাগারের পুজো এবারে ২৬ তম বর্ষে পা রাখল। চলতি বছর তাঁদের থিম ‘বাংলার বনেদি বাড়ির আদলে মণ্ডপ’ এবং ‘বনেদি বাড়ির গৃহবধূর আদলে মাতৃপ্রতিমা।’ মণ্ডপে প্রবেশ করলে চোখে পড়বে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন এবং ভগবান বিষ্ণুর দশাবতার। এছাড়াও রয়েছে পুরুলিয়া থেকে আগত শিল্পীদের ছৌ-নাচ। ক্লাব কর্তৃপক্ষ শুরু থেকেই চিন্তাভাবনা করেছিলেন, পুজো উদ্বোধনে যেন ব্যতিক্রমের ছোঁয়া থাকে। তাই ৮০ বছর বয়সী বুলন কামতি, যিনি পেশায় রিক্সা চালক তাঁর কাঁধেই দেওয়া হয়েছিল উদ্বোধনের গুরুদায়িত্ব। বিরল এই সম্মান পেয়ে কার্যত বাকরুদ্ধ তিনি।

ক্লাবের সম্পাদক নব্যেন্দু মৌলিক জানান, ‘ভারতের সংবিধানে প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখার কথা বলা হয়েছে। পেশা যাই হোক, সমাজের প্রান্তিক স্তরে পরিশ্রম করে যারা জীবনযাপন করছেন তারাও আমাদের সহ নাগরিক। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। বুলন বাবুর হাত দিয়ে পূজার উদ্বোধন করাতে পেরে আমরা ধন্য।’  উদ্যোক্তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্ট ব্যাক্তিরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *