Harishchandrapur | তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের দাবি! চটি হাতে রাস্তায় নামলেন শয়ে শয়ে মহিলা

Harishchandrapur | তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের দাবি! চটি হাতে রাস্তায় নামলেন শয়ে শয়ে মহিলা

ভিডিও/VIDEO
Spread the love


হরিশ্চন্দ্রপুর: তৃণমূলের কিষান সেলের রাজ্য কমিটির নেত্রী সালমি খাতুনকে গ্রেপ্তারের দাবিতে চটি হাতে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। মালদার হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur)-১ ব্লকের মোবারকপুর গ্রামের ঘটনা। অভিযোগ, সালমি খাতুন ও তৃণমূল নেতা সালাম শেখ দলবল নিয়ে তৃণমূলেরই কর্মী রহিম আলির ৩ বিঘা জমি দখল করে নেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বোমাবাজির অভিযোগও ওঠে, আহত হন কয়েকজন। সেই সময়ই এক মহিলাকে বিবস্ত্র করে হেনস্তা করার অভিযোগ ওঠে সালমি খাতুন ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।  এই ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর ৪৮ ঘন্টা কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় রবিবার একজোট হয়ে দখল হওয়া জমি পুনরুদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি এলাকায় চটি হাতে সালমি খাতুনের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভও দেখান মহিলারা।  বিক্ষোভকারী রহিমা খাতুন, মৌসুমী পারভীনরা জানিয়েছেন, সালমি খাতুন মহিলাকে অসম্মান করেছেন, পুলিশ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন হবে। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি জানান, রাজ্য জুড়ে তৃণমূলের সংঘর্ষে সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে। পুলিশ অবিলম্বে ব্যবস্থা নিক। যদিও তৃণমূল নেত্রী সালমি খাতুনের দাবি, ঘটনার দিন তিনি এলাকায় ছিলেন না। চাঁচল আদালতে মামলা ছিল বলে সেখানে গিয়েছিলেন তিনি। তার কাছে প্রমাণও আছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, এর মধ্যে দলীয় কোনও বিষয় নেই। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *