উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হল স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিমকে। দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের সাজা শোনানো হয়েছে তাকে। ২০১৭ সাল থেকে হরিয়ানার রোহতক জেলে বন্দি রয়েছেন তিনি। তবে এই সময়ের মধ্যে অন্তত ১৪ বার প্যারোলে মুক্তি পেয়েছেন রাম রহিম।
জানা গিয়েছে, মঙ্গলবার জেল থেকে মুক্তি পাওয়ার পর সিরসায় ডেরা সচ্চা সৌদা-র আশ্রমে যান তিনি। গত এপ্রিলেও তিনি ২১ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। ২০২২ সালে ৩ বার মুক্তি দেওয়া হয়েছিল তাকে। পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে মুক্তি পান ডেরা সচ্চা প্রধান। এরপর হরিয়ানায় পুরসভা নির্বাচনের সময় এক মাসের জন্য মুক্তি দেওয়া হয় তাকে। হরিয়ানায় উপনির্বাচনের আগেও আবার ৪০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছিল রাম রহিমকে। সেই সময় এই বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এবার পুনরায় ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হল রাম রহিমকে।
প্রসঙ্গত, ২০২২ সালে ডেরা সচ্চা সৌদা-র রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিংহের খুনের মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত। তবে গত বছরের মে মাসে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট সেই মামলা থেকে মুক্তি দিয়েছে তাকে। বর্তমানে তিনি দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের সাজা খাটছেন রোহতকের সুনিয়া জেলে। প্রসঙ্গত, ২০১৭ সালে নিম্ন আদালত রহিমকে এই সাজা শুনিয়েছিল।