Cybercrime | হোমগার্ডের চাকরির নাম করে প্রতারণা, ২ লক্ষ টাকা খোয়ালেন যুবক

Cybercrime | হোমগার্ডের চাকরির নাম করে প্রতারণা, ২ লক্ষ টাকা খোয়ালেন যুবক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


পতিরাম: হোমগার্ডে চাকরির প্রলোভন দিয়ে এক যুবককে প্রতারণার(Cybercrime) অভিযোগ উঠল। যুবকের বাড়ি বালুরঘাট ব্লকের গোপালবাটি পঞ্চায়েতের গুটিন এলাকায়। নাম বাপ্পা বর্মণ। ঘটনার সূত্রপাত ২০২৪ সালের জুলাই মাসে। বালুরঘাট থেকে কলকাতা যাওয়ার সময় ট্রেনে বাপ্পা বর্মনের সঙ্গে আলাপ হয় ইন্দ্রজিৎ ভট্টাচার্য নামে এক ব্যক্তির। পরের মাসে দুটি ফোন নম্বর থেকে বারবার বাপ্পাকে ফোন করে ইন্দ্রজিত জানায় যে, তার হোমগার্ডে চাকরি হয়েছে এবং তাকে কলকাতার ভবানী ভবনে যেতে হবে। গত বছরের ৫ অগাস্ট বাপ্পা ভবানী ভবনে পৌঁছলে তাকে ১ নং দরজার সামনে অপেক্ষা করতে বলা হয়। সেখানে এক অজ্ঞাতপরিচয় মহিলা এসে তাকে একটি ঘরে নিয়ে যায়। যেখানে আরও কয়েকজন ছিলেন। দুপুর ২টা থেকে ৪ টার মধ্যে তার কাছ থেকে সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও পরিচয়পত্রের জেরক্স সংগ্রহ করা হয়। এরপর ফোনে ইন্দ্রজিৎ ভট্টাচার্য নামে ওই ব্যক্তি জানায় তাঁর নিয়োগপত্র ইমেল বা ডাক মারফত পাঠানো হবে।
এর কিছু পরেই আবার ফোন করে তার কাছ থেকে চাকরির জন্য ২ লক্ষ টাকা সিকিউরিটি ও ট্রেনিং ফি জমা দেওয়ার কথা বলা হয়। নির্দেশ মতো, ২৭ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ধাপে ধাপে ২ লক্ষ টাকা জমা দেন বাপ্পা বর্মন। এর কিছুদিন পর তার ইমেল আইডিতে একটি জয়েনিং লেটার আসে। কিন্তু দক্ষিণ দিনাজপুর এসপি অফিস থেকে কোনও নিয়োগপত্র না আসায় এবং ফোন নম্বর দুটিই স্যুইচ অফ থাকায় তিনি বুঝতে পারেন প্রতারিত(Cybercrime) হয়েছেন। বর্তমানে ওই তরুণ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, ‘কেস দাখিল হয়েছে, তদন্ত চলছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *