CM Mamata Banerjee | পৃথিবীতে প্রত্যাবর্তনের পর শুভাংশুকে শুভেচ্ছা মমতার, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মুখ্যমন্ত্রী?

CM Mamata Banerjee | পৃথিবীতে প্রত্যাবর্তনের পর শুভাংশুকে শুভেচ্ছা মমতার, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন মুখ্যমন্ত্রী?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহাকাশ অভিযান শেষ করে পৃথিবীতে সফল অবতরণ করেছেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) সহ চার মহাকাশচারী। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টা ১ মিনিট নাগাদ প্রশান্ত মহাসাগরের বুকে নেমে আসে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’। এরপর একে একে বের করে আনা হয় শুভাংশুদের। শুভাংশুরা ফিরতেই শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়ে মমতা লিখেছেন, ‘ওয়েলকাম হোম শুভাংশু শুক্লা! আপনি বাড়ি ফিরে আসায় আমরা সত্যিই খুশি। আপনি যা করেছেন, তা আমাদের জন্য গর্বের বিষয়। আপনার এবং আপনার দলের সদস্যদের অভিনন্দন। আপনার পরিবারের জন্য শুভকামনা।’

পৃথিবীর কক্ষপথে ১৮ দিন কাটিয়ে সফল অভিযানের পর প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’ ক্যাপসুল। শুভাংশুদের অভিযানের নাম ছিল ‘অ্যাক্সিয়ম-৪’। ড্রাগনের পাইলট শুভাংশু। অভিযানে নেতৃত্বে অ্যাক্সিওমের পেগি হুইটসন। এছাড়াও ছিলেন পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ১৮ দিনের এই অভিযানটি শুধু ভারতের জন্য নয়, নাসা (NASA), ইসরো (ISRO), ইউরোপিয়ান স্পেস এজেন্সির (European Area Company) মতো আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর মিলিত প্রয়াস।

শুভাংশুদের মহাকাশযানের অবতরণের আগে থেকেই প্রশান্ত মহাসাগরের বুকে প্রস্তুত রাখা ছিল ‘রিকভারি ভেহিক্যাল’। সেই রিকভারি ভেহিক্যাল দ্রুত শুভাংশুদের ক্যাপসুলের কাছে পৌঁছে যায়। ক্যাপসুলটিকে তুলে নেওয়া হয় জাহাজে। সবধরনের সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে মহাকাশচারীদের বাইরে বের করে আনা হয়। সবার আগে ক্যাপসুল থেকে হেঁটে হাসিমুখে বেরিয়ে আসেন পেগি হুইটসন। তারপরই বেরিয়ে আসেন শুভাংশু শুক্লা। তৃতীয় মহাকাশচারী হিসাবে বাইরে আসেন স্লাওস উজানস্কি-উইজনিউস্কি। সব শেষে ক্যাপসুলের বাইরে বেরিয়ে হাসিমুখে সবার উদ্দেশে হাত নাড়েন টিবর কাপু।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *