চ্যাংরাবান্ধা: এক বিধবা মহিলার ঘরে মধ্যরাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী! গৃহকর্ত্রীর চিৎকারে তৎক্ষণাৎ ঘর ছেড়ে পালাল অভিযুক্ত। ঘটনায় তীব্র আতঙ্ক চ্যাংরাবান্ধার (Changrabandha) দক্ষিণ পাড়া এলাকায়।
স্বামী মারা গিয়েছেন অনেক আগেই। দুই মেয়ে ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে ভরা সংসার বিধবা কিরণ কানুর। তেলেভাজার দোকানের ওপর নির্ভর করে পেট চলে দিয়ে গোটা সংসারের। গতকাল দোকান বন্ধ করার পর বাড়ির সকলে মিলে রাতের খাওয়া-দাওয়া সেরে ঘুমাতে যান। আচমকা মধ্যরাতে ঘরের মধ্যে কারুর উপস্থিতি টের পান কিরণ দেবী। সঙ্গে সঙ্গে আতঙ্কে চিৎকার শুরু করলে সেই ছায়ামূর্তি ঘর থেকে পালিয়ে যায়। কিন্তু বেরিয়ে যাওয়ার সময় ওই ছায়ামূর্তি কিরণ কানুর শাশুড়িকে মাথায় সজোরে আঘাত করে। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কিত এই অসহায় পরিবারটি।
এদিকে ঘটনার খবর জানতে পেরে শনিবার দুপুরে কিরণ কানুর বাড়িতে উপস্থিত হন প্রতিবেশীরা। তাঁরা উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ঘটনা প্রথম নয়, একবছর আগেও ঠিক একইভাবে মধ্যরাতে তাঁদের ঘরে ঢুকেছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কিন্তু সেবারেও দুষ্কৃতীর কোনও খোঁজ পাওয়া যায়নি। কিন্তু কেন এই অসহায় পরিবারটির সঙ্গে এমন ঘটনা বারবার ঘটছে? আমরা চাই ঘটনার সঠিক তদন্তে হোক।
অন্যদিকে, আতঙ্কিত কিরণ কানু বলেন, ‘ঘরে কোনও জিনিস চুরি হয়নি। অথচ একজন ঢুকে পড়ল। আমার মেয়েরা বড় হয়েছে, কেউ খারাপ উদ্দেশ্য নিয়েই ঘরের ভেতরে প্রবেশ করেছিল। কিভাবে বাড়িতে থাকব বুঝতে পারছি না। বাড়িতে থেকেও আমরা নিরাপদ না।’ ঘটনার খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ গোটা এলাকা পরিদর্শন করেন। লিখিত অভিযোগ জমা পড়লে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে মেখলিগঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা (Mekhliganj Police Station)।