বালুরঘাট: বিসর্জনের শোভাযাত্রায় তৃণমূল ও বিজেপির রেষারেষি দেখলো বালুরঘাটবাসী (Balurghat)। কয়েকদিন আগেই বালুরঘাট থানা মোড়ে শোভাযাত্রায় আসা পুজো উদ্যোক্তাদের শুভেচ্ছা জানাতে মঞ্চ গড়তে ঠান্ডা লড়াই চলেছে দুই দলের মধ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনিক ভবনের সামনে মঞ্চ গড়ে প্রস্তুতি সেরেছিল দুই শিবিরই। রাস্তার দুই পাশে তৃণমূল ও বিজেপির মঞ্চ তৈরি হয়েছে ঠিকই। কিন্তু পাশাপাশি সেই মঞ্চ থেকেই যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার লড়াই চলেছে রাত পর্যন্ত। পুরো এলাকাজুড়ে মাইক লাগিয়ে আগত দর্শনার্থী থেকে শুরু করে ক্লাবগুলোকে শুভেচ্ছা জানাতে গিয়ে সুর চড়িয়েছে তৃণমূল ও গেরুয়া শিবির।
তৃণমূলের মঞ্চে যখন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, তৃণমূলের টাউন সভাপতি সুভাষ চাকি সহ একাধিক নেতৃত্ব উপস্থিত। ঠিক তখনই বিজেপির মঞ্চে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্র প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ একাধিক নেতাকে দেখা গিয়েছে। মাইকে তৃণমূলের ‘খেলা হবে’ গান বাজানোর ফলে উত্তেজনার পারদ কিছুটা বেড়ে গিয়েছে। এক দল পুজো উদ্যোক্তাদের ঠান্ডা পানীয় দেওয়া শুরু করতেই আরেক দল সেই উদ্যোগ নিতে শুরু করে।
সাধারণ দর্শনার্থীদের মতে, উৎসবের আবেগেও যেন রাজনীতির রং চড়েছে এদিন। তবে এই রাজনৈতিক রেষারেষির জেরে কোন ক্লাব সামনে আসছে তা শোনা যাচ্ছিল না। প্রতি বছর সুষ্ঠুভাবে কোন ক্লাবের প্রতিমা বিসর্জনের জন্য রাস্তা দিয়ে যাচ্ছে তা পরিষ্কার জানা যায়। দুই দলকেই আরো সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতার পরিচয় দেওয়া উচিত ছিল বলে মনে করছেন শহরবাসী।