বালুরঘাট: বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিড়ীর আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর বাড়িতে নৈশভোজে যোগ দিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ, গাজোলের বিধায়ক চিন্ময় দেববর্মন ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন সন্ধ্যায় বিধায়কের বাড়িতে নৈশভোজ সেরে কলকাতার উদ্দ্যেশ্যে বেরিয়ে যান বিধায়করা৷ তবে নিজ জেলায় ফেরার কথা রয়েছে নিশীথ প্রামাণিকের৷ রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষণার ও রাজ্য কমিটি ঘোষণার আগে বালুরঘাটে সুকান্ত মজুমদারের জেলায় এক ঝাঁক বিজেপি বিধায়ক ও নেতার উপস্থিতিতে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সামনে বিধানসভা নির্বাচনের আগে টিকিট পাওয়া নিয়ে বৈঠকে কথাবার্তা হয়েছে কিনা সেই জল্পনাও রয়েছে। এদিন বিধায়ক কার্যালয়ে নিশীথ প্রামাণিক সহ দুই বিজেপি বিধায়ককে সংবর্ধনা জানান অশোক কুমার লাহিড়ী। নিশীথ প্রামাণিক অবশ্য এনিয়ে বিশেষ কিছু খোলসা করেননি। যদিও জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন, দলীয় কোন কর্মসূচিতে তারা আসেননি। এই বিষয়ে তিনি কিছু জানেন না।