Balurghat | ‘অভিষেকদার নেতৃত্বে সর্বাধিনায়িকা দিদি…’, এবার বালুরঘাটজুড়ে তৃণমূলের বিতর্কিত পোস্টার

Balurghat | ‘অভিষেকদার নেতৃত্বে সর্বাধিনায়িকা দিদি…’, এবার বালুরঘাটজুড়ে তৃণমূলের বিতর্কিত পোস্টার

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বালুরঘাট: কলকাতার পর এবার বালুরঘাটে (Balurghat) পড়ল তৃণমূলের বিতর্কিত পোস্টার (TMC Poster)। বুধবার মাঝরাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই পোস্টার চোখে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে বালুরঘাটে।

তবে বালুরঘাটে যে পোস্টার দেখা গিয়েছে, তাতে মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি ও নাম একসঙ্গেই রয়েছে। পোস্টারে লেখা রয়েছে, ‘দক্ষিণ দিনাজপুর জেলায় অভিষেকদার নেতৃত্বেই আমরা সর্বাধিনায়িকা দিদির লবি করি। কোনও নেতার তাঁবেদারি নয়। সৌজন্যে অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব (বালুরঘাট)।’

কিন্তু এই পোস্টার কারা লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয় তৃণমূলের কাছেই। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এমন পোস্টার পড়েছে। যদিও এই দাবি উড়িয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকী বলেন, ‘দলীয় কোন্দলের কোনও বিষয় নেই এখানে। তবে যারা এমন ধরনের পোস্টার লাগিয়েছেন, তাঁরা ঠিক করেননি। কারণ এমন পোস্টারে তৃণমূলকর্মীরাই বিভ্রান্ত হবেন।’ এদিকে, লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।

প্রসঙ্গত, এর আগে কলকাতাতেও তৃণমূলের এমন পোস্টার যুদ্ধ সামনে এসেছিল। কখনও অভিষেকের নামে, আবার কখনও মমতার নামে পোস্টার পড়েছিল। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এবার বালুরঘাটেও তৃণমূলের এমন পোস্টারকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *