উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গরমে এমনিতেই নাজেহাল অবস্থা। তাছাড়া ঘামে, শরীরের দুর্গন্ধে শরীরে ফোঁড়া হচ্ছে। যেমন যন্ত্রণাদায়ক তেমনি সারতেও সময় লাগে। কিন্তু এই ফোঁড়ার উৎস হল শরীরে জমে থাকা ব্যাকটিরিয়া এবং নোংরা। ত্বকে, লোমকূপে স্ট্যাফাইলোকক্কাস নামক ব্যাকটিরিয়ার সংক্রমণে ফোঁড়া, লোমফোঁড়া ইত্যাদি হয় ফোঁড়া হলেই অনেকে ভাবেন ফাটিয়ে দিলেই বুঝি মুক্তি। হাত নিশপিশ করে ফোঁড়া ফাটানোর জন্য। তবে এমনটা করা একেবারেই উচিত নয়। ফোঁড়া হলে একটু চুলকানির অনুভূতিও আসে। কিন্তু ফোঁড়াতে বারবার হাত দিলে বা ফোঁড়াকে অযথা টেপাটিপি করলে সমস্যা আরও বেড়ে যায়। তাই ফোঁড়া উঠলে সেখানে বারবার হাত দেবেন না বা ফাটানোর চেষ্টা করবেন না। ফোঁড়াকে নিজে নিজে ফেটে যেতে দিন। কোনও ভাবেই হাত দেবেন না। ফোঁড়ার জায়গায় ব্যাকটিরিয়ার সংক্রমণ কমাতে (Well being suggestions) মাঝে মাঝে হালকা গরম সাবান জল দিয়ে পরিষ্কার করতে পারেন। ফোঁড়া নিজে থেকে ফেটে গেলে ও পুঁজ বের হয়ে গেলে ভালো ভাবে সাবান, গরম জল দিয়ে পরিষ্কার করুন।
ফোঁড়া হলে কি করণীয়
নিমের পাতা বেটে নিয়ে ফোড়ার ওপর লাগালে ফোড়া সেরে যায়। ফোড়াতে যদি পুঁজ হয়ে গিয়ে থাকে, তাহলে নিমের পাতার সঙ্গে সম পরিমাণ গোলমরিচ গুঁড়ো করে দিয়ে ফোড়াতে লাগান। এইসময় সুগন্ধিযুক্ত কোনও সাবান ব্যবহার না করাই ভাল। তাছাড়া বাজারচলতি কোনও ক্রিম, সুগন্ধিও এড়িয়ে চলুন। নিমজলে স্নান করতে পারেন। স্নানের জলে এক ফোঁটা ডেটলও (Well being suggestions) ফেলে দিতে পারেন।