Vice Chancellor | রবীন্দ্রভারতীর নতুন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, কোচবিহারে সঞ্চারী মুখোপাধ্যায়, নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

Vice Chancellor | রবীন্দ্রভারতীর নতুন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, কোচবিহারে সঞ্চারী মুখোপাধ্যায়, নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati College) নতুন উপাচার্য (Vice Chancellor) সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের (Cooch Behar Panchanan Barma College) উপাচার্য পদে সঞ্চারী মুখোপাধ্যায়কে নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Courtroom)। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, বাকি  বিশ্ববিদ্যালয়গুলির জন্য দ্রুত সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির হাই পাওয়ার সিলেকশন কমিটি।

শুক্রবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে শুনানি ছিল বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। বিচারপতি জানিয়েছেন, বাংলায় ৩৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। যার মধ্যে ১৯টি উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। সমস্যা তৈরি হয় বাকি পড়ে থাকা ১৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে। এই বিশ্ববিদ্যালয়গুলির প্রস্তাবিত উপাচার্যদের নাম নিয়ে প্রথম সরব হন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। সেই সময় গোটা বিষয়টা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় শীর্ষ আদালত। কিন্তু তাতে কোনও লাভ হয় না। পরবর্তীতে বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন একটি সার্চ কমিটি তৈরির নির্দেশ দেন বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।

এদিন শুনানি পর্বে খানিকটা জট কাটিয়ে ১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দু’টি বিশ্ববিদ্যালয় রবীন্দ্রভারতী ও কোচবিহারের উপাচার্যের নাম চূড়ান্ত করল শীর্ষ আদালত। আদলতের পর্যবেক্ষণ, বাকি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যের নাম চূড়ান্ত করবে আগে তৈরি করা কমিটি। মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পর হওয়ার কথা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *