দেরাদুন: ধর্ষণের শিকার ৭২ জন নাবালিকা মায়ের দায়িত্ব নেবে উত্তরাখণ্ড (Uttarakhand) সরকার। সাবালিকা না হওয়া পর্যন্ত তাদের এবং তাদের সন্তানদের দেখভাল করা হবে। তারা যাতে স্বাবলম্বী হয়ে ওঠে সেই উদ্যোগও নেবে রাজ্য সরকার।
সম্প্রতি রাজ্যে নাবালিকাদের ওপর যৌন নিপীড়ন, যৌন নিগ্রহ এবং ধর্ষণের ঘটনার তথ্য সংগ্রহ করছিল রাজ্য সরকার। সেইসময় এই ৭২ জনের তথ্য সামনে আসে। উত্তরাখণ্ড মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের ডিরেক্টর প্রশান্ত আর্য জানিয়েছেন, এটি ১০০ শতাংশ সরকারি প্রকল্প। এই প্রকল্পে নাবালিকাদের মানসিক স্বাস্থ্যের ওপর বাড়তি নজর দেওয়া হবে। চিকিৎসা সংক্রান্ত সাহায্য থেকে আইনি সহায়তা দেওয়ার বন্দোবস্ত করা হবে। থাকার ব্যবস্থা, শিক্ষার সুযোগ এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য সব ধরনের সাহায্য করবে রাজ্য সরকার।