Uttar Pradesh | সকালে প্রেমিকাকে বিয়ে করে রাতে বাড়ির পছন্দে ছাঁদনাতলায় যুবক! তদন্তে পুলিশ

Uttar Pradesh | সকালে প্রেমিকাকে বিয়ে করে রাতে বাড়ির পছন্দে ছাঁদনাতলায় যুবক! তদন্তে পুলিশ

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সকালে প্রেমিকাকে বিয়ে করেই বাড়ির পছন্দে অন্য মহিলাকে বিকেলে বিয়ে করলেন এক যুবক।  উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরের বুধাতের বাসিন্দা ওই যুবক দীর্ঘ ৪ বছর ধরে তার প্রেমিকার সঙ্গে সম্পর্কে আছেন। এই চার বছরে তাঁরা শারীরিকভাবে একাধিকবার ঘনিষ্ঠও হন বলে অভিযোগ। এমনকি তার বান্ধবীর দাবি ২ বার তাঁর গর্ভপাতও হয়। তার পরেও যখন তিনি তৃতীয়বার গর্ভবতী হয়ে সন্তানের জন্ম দেন তখন তাঁর প্রেমিক তাদের সন্তানকে নার্সিংহোমের এক নার্সের হাতে তুলে দেন বলে অভিযোগ।

ওই যুবক তাঁর সঙ্গে প্রতারণা করে বাড়ির পছন্দে বিয়ে করতে পারেন বলে তার কাছে খবর ছিল বলেও দাবি করেছেন অভিযোগকারীনি। এনিয়ে যুবকের সঙ্গে কথা হলে সে তাকে জানায়, তাঁরা আদালতে বিয়ে করে নিলে তার পরিবার এই বিয়েকে মেনে নেবে। সেই মতো তারা সকালে আদালতে বিয়েও করে। কিন্তু বিয়ের দিনই বিকেলে বাড়ির পছন্দের পাত্রীকে বিয়ে করে ওই যুবক।  এমনকি অভিযোগকারীনির দাবি, যুবকের বাড়িতে গেলে তাঁকে অপমান করে তাড়িয়ে দেয় যুবকের পরিবার। এর পরই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।  পুলিশের উর্ধ্বতন কর্তা জিতেন্দ্র কুমার শ্রীবাস্তব জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *