উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগুন নেভাতে গিয়ে বিপত্তি। দমকলকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর (US Shootout) অভিযোগ উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো (Idaho) রাজ্যের কোউর ডি’অ্যালিনে। গুলিবিদ্ধ হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ জনের। আহত বেশ কয়েকজন। জানা গিয়েছে, হতাহতরা সবাই দমকলকর্মী।
সূত্রের খবর, কোউর ডি’অ্যালিনে কেউ আগুন লাগিয়ে দিয়ে ৯১১ নম্বরে ফোন করে খবর দেয়। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোলে তাঁদের লক্ষ্য করে গুলি করা হয়। কুটেনাই কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, স্থানীয় সময় রবিবার দুপুরে কোউর ডি’অ্যালিনে ঠিক উত্তরে ক্যানফিল্ড পর্বতে আগুন লাগার খবর পাওয়া যায়। এর আধ ঘণ্টা পরই দমকলকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর খবর আসে। এলাকা ঘিরে ফেলে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলি চালানোর ঘটনায় কতজন জড়িত, কেনই বা গুলি চালানো হল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। যে এলাকায় গুলি চলে তা ওয়াশিংটন সীমান্তের কাছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।