উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই আলাস্কায় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসবেন ট্রাম্প (Trump-Putin)। আর এই শীর্ষ বৈঠক নিয়ে অধীর অপেক্ষায় আছে গোটা বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প এদিন আমেরিকা থেকে বৈঠকের জন্য রওনা হয়ে তাঁর বিমান এয়ারফোর্স ওয়ান থেকেই ঘোষণা করেন, ‘আমি ইউক্রেনের (Ukraine) হয়ে চুক্তি করতে যাচ্ছি না, আমি যাচ্ছি পুতিনকে টেবিলে আনতে।’ ট্রাম্প-পুতিন বৈঠকের দিকে ইউক্রেন যেমন তাকিয়ে রয়েছে, তেমনি মস্কোর আগ্রহও অপরিসীম। বৈঠক নিয়ে কিছুটা উদ্বেগে রয়েছে ইউরোপও। ইউরোপের আশঙ্কা বৈঠক থেকে প্রতিকূল কোনও চুক্তি মেনে নিতে ইউক্রেনকে চাপ দিতে পারেন ট্রাম্প। তবে ট্রাম্প নিজে অবশ্য জানিয়েছেন, আলোচনায় রাশিয়া যদি ইউক্রেনের কোনও এলাকা দাবি করে বসে তবে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইউক্রেনেরই থাকবে।
এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সমাজ মাধ্যমে আহ্বান জানিয়েছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট যেন রাশিয়াকে যুদ্ধ বন্ধে রাজি করান। যুদ্ধ শেষ করার সময় এসেছে, আর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে রাশিয়াকেই। আমরা আমেরিকার উপর ভরসা করছি।’ অন্যদিকে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কায় অনুষ্ঠিত হতে চলা বৈঠকটি অন্তত ছয় থেকে সাত ঘণ্টা চলবে বলে ক্রেমলিন মনে করছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই কথা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানকে বলেন, ‘এটি (বৈঠক) ন্যূনতম ছয় থেকে সাত ঘণ্টা চলবে।’ তিনি আরও বলেন, ‘বৈঠকটি ফলপ্রসূ হবে বলে মস্কো প্রত্যাশা করে।’
ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠকের সময় থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ-সহ বেশ কয়েকজন শীর্ষ প্রশাসনিক আধিকারিক। ভারতীয় সময় অনুসারে শুক্রবার গভীর রাতে আলাস্কার আঙ্কোরেজে এলমেনডর্ফ এয়ার ফোর্স বেসে বৈঠক শুরু হওয়ার কথা।