TMC Chief Killed | ভাঙড়ে শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন! অভিযোগের আঙুল আইএসএফের দিকে

TMC Chief Killed | ভাঙড়ে শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন! অভিযোগের আঙুল আইএসএফের দিকে

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের অশান্তির আগুন ভাঙড়ে (Bhangar)। শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে খুনের (TMC Chief Killed) অভিযোগ উঠল। মৃত তৃণমূল নেতার নাম রাজ্জাক খাঁ (৩৮)। তিনি ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন।

রাজ্জাকের বাড়ি ভাঙড় বাজারের মরিচা এলাকায়। গতকাল দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন রাজ্জাক। সেইসময় কেউ বা কারা তাঁকে খুন করে। পুলিশ সূত্রে খবর, প্রথমে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশিপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রাজ্জাক তৃণমূল কংগ্রেসের (TMC) একজন সক্রিয় নেতা এবং ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক কারণে তাঁকে খুন করা হল কি না, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথে নামেন।

ঘটনায় আইএসএফ (ISF)-কে অভিযুক্ত করেছে তৃণমূল। তৃণমূলের একাংশের দাবি, এটা পরিকল্পিত হামলা। রাজ্জাক দীর্ঘদিন ধরে এলাকায় দলের সংগঠনের কাজ করতেন। তৃণমূলের বিধানসভা কমিটিরও সদস্য ছিলেন। তাঁর জনপ্রিয়তাই এই ঘটনার কারণ। যদিও আইএসএফ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *