মালদা: ফের বিতর্কে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসি। ভাষা আন্দোলনের মঞ্চ থেকে কদর্য ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন এই তৃণমূল বিধায়ক। বিজেপির বিধায়ক সাংসদদের রাস্তায় ফেলে বুকে লাথি দিয়ে লাঠিপেটা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি এদের পাগল কুকুরের সঙ্গে তুলনা করেন তিনি। শুধু এখানেই থামেননি, প্রধানমন্ত্রীকেও কুরিচিকর আক্রমণ শানিয়েছেন আব্দুর রহিম বকসি।
রবিবার বিকেলে মালদা শহরে দলের নির্দেশে ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে জেলায় ভাষা আন্দোলনের সূচনা করে তৃণমূল। প্রথমে মালদা কলেজ থেকে রথবাড়ি পর্যন্ত একটি মিছিল হয়। পরবর্তীতে হয় সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকসি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ, যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, বিধায়ক সাবিত্রী মিত্র প্রমুখ। সেখানেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একাধিক বেলাগাম মন্তব্য করে বসেন রহিম বকসি। তিনি বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ বন্ধ না হলে মালদায় বিজেপির যে বিধায়করা আছে এবং একজন সাংসদ আছেন তাদের রাস্তায় ফেলে বুকে লাথি দিয়ে লাঠিপেটা করা হবে।’ তারপরে আবার বিজেপি নেতাদের নিশানা করে বলেন, ‘কুকুর পাগল হয়ে গেলে গ্রামের সকলে মিলে সেই কুকুরকে পিটিয়ে মেরে ফেলে।’
শুধু এখানেই থামেননি তিনি। আক্রমণেরন নিশানা করেন প্রধানমন্ত্রীকেও। তিনি বলেন, ‘ভারতের রাজনীতিতে ওনার সরকারের যেটুকু বয়স, উনি বাচ্চা। নাক টিপলে দুধ বেরোবে। উনি ভারতকে চেনেন না।’ যদিও তার বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, মানুষ এই মন্তব্যের জবাব দেবে।