Tejas Mark-1A jets | চুক্তি স্বাক্ষর, ৬২ কোটিরও বেশি ব্যয়ে ৯৭টি তেজস কিনছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক

Tejas Mark-1A jets | চুক্তি স্বাক্ষর, ৬২ কোটিরও বেশি ব্যয়ে ৯৭টি তেজস কিনছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) সঙ্গে ৯৭টি তেজস এমকে-১এ (Tejas Mk-1A) বিমান কেনার জন্য বৃহস্পতিবার চুক্তি সই (Contract Signed) করল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence)। চুক্তির মোট মূল্য ৬২,৩৭০ কোটি টাকারও বেশি।

চুক্তি অনুযায়ী, ৬৮টি সিঙ্গল-সিটার ফাইটার জেট এবং ২৯টি টুইন-সিটার ট্রেনার বিমান আসবে ভারতীয় বায়ুসেনার জন্য। সরঞ্জাম সহ এই বিমানগুলি ২০২৭-২৮ সাল থেকে বায়ুসেনায় পৌঁছোতে শুরু করবে। পরবর্তী ছ’বছরে ডেলিভারি সম্পূর্ণ হবে। জানা গিয়েছে, নতুন বিমানগুলিতে ৬৪ শতাংশেরও বেশি দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ৬৭টি নতুন সিস্টেম।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ৮৩টি তেজস এমকে-১এ কেনার জন্য ৪৬,৮৯৮ কোটি টাকার চুক্তি হয়েছিল। তবে সেই প্রকল্পে দেরি হয়েছে। নতুন চুক্তিটি ১৯ অগাস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেবিনেট কমিটি অন সিকিউরিটি অনুমোদন করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *