উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাধারণত ছয় থেকে নয় মাসের মধ্যে শিশুদের দুধের দাঁত গজিয়ে যায়। এই সময়ে হাতের কাছে যা পায়, তাতেই কামড় বসানোর প্রবণতা দেখা যায়। তাছাড়া কমবেশি সব শিশুরই দাঁত ওঠার সময়ে মাড়ি সুড়সুড় করে, ব্যথা হয়। তবে সকলের ব্যথা সহ্য করার ক্ষমতা সমান নয়। অতিরিক্ত ব্যথা হলে, চিকিৎসকের পরামর্শ নিতে হয়। তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায় জেনে নিন (Teething Troubles)।
ঠান্ডা জলে ভেজানো কাপড়
সুতির কাপড় জলে ভিজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। মাড়িতে ব্যথা হলে বা কিছু কামড়াতে চাইলে ফ্রিজ থেকে বার করে সেই কাপড় চিবোতে দিন। শিশুর অস্বস্তি লাঘব হবে এবং আরাম লাগবে।
চিবোনো যায় এমন খেলনা দিন
এই সময়ে শিশুদের মধ্যে কামড়ানোর প্রবণতা বাড়ে। সেটি নিয়ন্ত্রণ করতে চিকিৎসকের পরামর্শে কামড়ানোর খেলনা দিন। তাতে দাঁতের ক্ষতি হবে না। এগুলি দেওয়ার আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। তাতে শিশুর আরাম লাগবে।
বাচ্চাদের ব্রাশ
বাচ্চাদের জন্য নরম ব্রিসলযুক্ত দাঁত মাজার ব্রাশ পাওয়া যায়। চিবোনোর জন্য সেগুলিও বাচ্চাদের দিতে পারেন।