মালবাজারঃ পুজোর মাত্র বাকি দুদিন। এখনও শ্রমিক অসন্তোষে জেরবার ডুয়ার্সের একাধিক চা বাগান। বৃহস্পতিবার দুপুরে মালবাজারে সহকারি শ্রম কমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় মেটেলির নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, নাগেশ্বরী বাগান কর্তৃপক্ষ তিন কিস্তিতে বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। প্রথম কিস্তি দুর্গা পুজোর আগে, দ্বিতীয় কিস্তি বড়দিনের আগে এবং তৃতীয় কিস্তি হোলির আগে। কিন্তু এই ঘোষণায় খুশি নয় বাগানের শ্রমিকরা। তাঁদের দাবি, যেহেতু মুখ্যমন্ত্রী পুজোর বোনাস কুড়ি শতাংশ ঘোষণা করেছেন, সেক্ষেত্রে পুজোর আগেই সম্পূর্ণ বোনাস মিটিয়ে দিতে হবে বাগান কর্তৃপক্ষকে। এদিন এই ইস্যুতে দীর্ঘ বৈঠক হয় শ্রম কমিশনারের কার্যালয়ে। সেখানেও সমাধান সূত্র বের হয়নি। শুক্রবার বোনাস না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।
এদিকে দলীয় কর্মসূচিতে বৃহস্পতিবার মালবাজারে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেই মন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের সমস্যা ও অভাব অভিযোগ জানায় নাগেশ্বরী বাগানের শ্রমিকরা। মন্ত্রী আশ্বাস দেন, বিষয়টি নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করবেন। পাশাপাশি বিধায়ক পুনা ভেঙরা কে নির্দেশ দেন, বোনাসের সমস্যা না মিটলে শ্রমিকদের নিয়ে আন্দোলনে নামতে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, অধিকাংশ চা বাগানের মালিক মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ, তারপরেও বাগানের শ্রমিকরা সুখে নেই।