Tamil Nadu Tragedy | তাপবিদ্যুৎকেন্দ্রে নির্মীয়মাণ তোরণ ভেঙে বিপত্তি, মৃত ৯ পরিযায়ী শ্রমিক, আহত ১, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

Tamil Nadu Tragedy | তাপবিদ্যুৎকেন্দ্রে নির্মীয়মাণ তোরণ ভেঙে বিপত্তি, মৃত ৯ পরিযায়ী শ্রমিক, আহত ১, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তোরণ ভেঙে বিপত্তি। মৃত্যু হল অসমের ৯ পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu Tragedy) চেন্নাই (Chennai)-য়ের উপকণ্ঠে এন্নোর থার্মাল পাওয়াল কনস্ট্রাকশন সাইটে। ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

সূত্রের খবর, ৩০ ফুটের একটি তোরণ তৈরি করা হচ্ছিল। সেটিই ভেঙে যায়। তাতে আটকে পড়েন একাধিক পরিযায়ী শ্রমিক। এবিষয়ে তামিলনাড়ু বিদ্যুৎ বোর্ডের সচিব ও তামিলনাড়ু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্পোরেশনের চেয়ারম্যান জে রাধাকৃষ্ণন বলেন, ‘স্টিলের তোরণ পড়ে ৯ জন মারা গিয়েছেন। তাঁরা অসম ও আশপাশের এলাকার বাসিন্দা। ঘটনাটি দুর্ভাগ্যজনক। একজন আহত হয়েছেন।’

ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এক্স হ্যান্ডেলে পিএমও-র তরফে লেখা হয়েছে, ‘তামিলনাড়ুর চেন্নাইয়ের ঘটনায় আমি শোকাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতর দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে নিহতদের আত্মীয়-স্বজনদের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *