উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে মেকআপ করলে তা ঘামের কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ত্বকে নানা সমস্যাও দেখা দিতে পারে। এ কারণে গরমে অনেকেই মেকআপ করতে চান না। তবে মেকআপ করার আগে কিছু টিপস (Suggestions) মেনে চললে সহজে নষ্ট হবে না মেকআপ। জানুন সেগুলি…
১. গরমকালে মেকআপ করার আগে ব্যবহার করতে হবে ভালো গুণমানের প্রাইমার। এর ফলে আপনার ত্বকে মেকআপ ভালোভাবে বসবে, স্থায়ী হবে। মেকআপ যদি ত্বকে ভালোভাবে না বসে তাহলে ঘামে তা ছোপ ছোপ হয়ে মুখের উপর ফুটে উঠবে এবং দেখতে খুবই বাজে লাগবে।
২. চোখে ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করুন। গরমে তাড়াতাড়ি চোখের মেকআপ গলে যায়। তাই ওয়াটারপ্রুফ আইলাইনার ব্যবহার করলে ভালো।
৩. গরমকালে মেকআপ করার সময় ত্বক চিটচিটে হয়ে যেতে পারে এই জাতীয় কোনও মেকআপ প্রোডাক্ট একেবারেই ব্যবহার করবেন না।
৪. চোখের পাতার উপরে খুব বেশি ঘেমে যায়। আইশ্যাডো গলে যায়। তাই এমন আইশ্যাডো ব্যবহার করুন, যা গলে যায় না।
৫. মেকআপ করা শেষ হলে, মেকআপ ফিক্সার ব্যবহার করতে ভুলবেন না। মেকআপ ফিক্সার ত্বকে মেকআপ ভালোভাবে বসতে সাহায্য করে। এই মেকআপ ফিক্সার স্প্রে করার সময় অতি অবশ্যই চোখ এবং মুখ বন্ধ করে রাখবেন।