বালুরঘাট: সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার ‘দাগি’-দের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। প্রকাশ হতেই তালিকায় দেখা যাচ্ছে একের পর এক সামনে আসছে তৃণমূল নেতা, বিধায়কের ছেলে মেয়ে পুত্রবধূ, জনপ্রতিনিধি ও তৃণমূল ঘনিষ্ঠদের নাম। যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এরমাঝেই খোজ মিলল আরও এক ‘দাগি’ শিক্ষিকার। যিনি বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। আর এই নাম প্রকাশ্যে আসতেই বিরোধীরা নিন্দার ঝড় তুলেছে বালুরঘাটে।
জানা গিয়েছে, এসএসসির ‘দাগি’-দের তালিকায় থাকা তৃণমূল কাউন্সিলারের নাম দীপান্বিতা দেব সিংহ। তিনি বালুরঘাটের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। দীপান্বিতা দেব সিংহ বালুরঘাট শহরের প্রাচ্যভারতী স্কুলের শিক্ষিকা। ২০১৬ সালে পরীক্ষা দিয়েছিলেন এবং ২০১৮-১৯ সালে চাকরিতে যোগ দেন। জীবন বিজ্ঞানের শিক্ষিকা হিসেবে যোগদান করেছিলেন তিনি। পরবর্তীতে ২০২২ সালের পুরসভা নির্বাচনে তৃণমূল কাউন্সিলর হিসেবে জয় লাভ করেন দীপান্বিতা। শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রকাশ করা ‘দাগি’ শিক্ষকদের তালিকায় নাম উঠে এসেছে তার। নাম প্রকাশ্যে আসার পর থেকেই তিনি আত্মগোপন করেছেন। রবিবার তার বাড়ির সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিবারের তরফে প্রথমে বাড়িতে থাকার কথা জানিয়েও, ঘন্টা খানেক পর জানানো হয় তিনি বাড়িতে নেই। এমনকি একাধিকবার তাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে, তিনি সাংবাদিকদের মুখোমুখি আসতে চাননি।
অযোগ্য শিক্ষকদের তালিকায় তৃণমূল কাউন্সিলরের নাম থাকায় জনপ্রতিনিধি হিসেবে তাকে কাউন্সিলর পদ থেকে অপসারণ করা উচিত বলে দাবি করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার। না হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে বলে সাফ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এই বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, ‘তালিকায় কী রয়েছে তা আমার জানা নেই। বিজেপি কী বলছে তার উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না।’