Siliguri | উন্নয়নে বৈষম্য! পুরনিগমের মাসিক সভা থেকে ওয়াকআউট সিপিএমের

Siliguri | উন্নয়নে বৈষম্য! পুরনিগমের মাসিক সভা থেকে ওয়াকআউট সিপিএমের

ব্লগ/BLOG
Spread the love


শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের অন্তর্গত সিপিএম (CPM) পরিচালিত ওয়ার্ডগুলিতে কম অর্থ বরাদ্দ করা হয়েছে। এমন বৈষম্যের অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ি পুরনিগমের মাসিক বোর্ড সভা থেকে ওয়াকআউট করলেন সিপিএম কাউন্সিলাররা। দলের পরিষদীয় নেতা মুন্সি নুরুল ইসলামের নেতৃত্বে চার কাউন্সিলারই এদিন ওয়াকআউট করেন।

এদিনের বোর্ড সভায় শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়। বামেদের অভিযোগ, তাঁদের পরিচালিত চারটি ওয়ার্ডে তুলনায় অনেক কম অর্থ বরাদ্দ করা হয়েছে। অথচ এই ওয়ার্ডগুলিতে এখনও রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে রয়েছে। সিপিএম কাউন্সিলাররা ওয়াকআউট করলেও বিজেপির পাঁচ কাউন্সিলার শেষ পর্যন্ত সভায় ছিলেন।

বিরোধী দলনেতা অমিত জৈন সভায় মেয়রকে বলেন, ‘আমাদের ওয়ার্ডগুলিতে আপনি যতটুকু বরাদ্দ দিচ্ছেন, সেই কাজও হচ্ছে না। কোনও ঠিকাদার আমাদের ওয়ার্ডে কাজ করছে না। আপনি প্রতিশ্রুতি দিন যে এই বছরের মধ্যে কাজগুলি করা হবে।’ জবাবে মেয়র গৌতম দেব বলেন, ‘আমি প্রতিটি কাজ দ্রুততার সঙ্গে করার উদ্যোগ নিচ্ছি।’ মেয়রের কথায়, ‘বামেদের ওয়াকআউট অর্থহীন। ওদের চারটি ওয়ার্ডে যথেষ্ট কাজ হচ্ছে। ওয়ার্ডের প্রয়োজন দেখে কাজ করা হচ্ছে৷ এখানে শাসক, বিরোধী দেখা হচ্ছে না। কিছু কিছু কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকেও দেওয়া আছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *