সানি সরকার, শিলিগুড়ি: দীর্ঘ প্রচেষ্টার মধ্য দিয়ে জংগুতে মডুলার সেতু তৈরি করতে সমর্থ হল বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। বুধবার মংগন ও চুংথাং করিডরে থাকা সেতুটি খুলে দেওয়া হয়। ফলে লাচেন, লাচুং যাওয়ার ক্ষেত্রে আর কোনও সমস্যা থাকলো না।
কয়েক মাস আগে তিস্তায় জলস্ফীতির জেরে জংগুর সেতুটি ভেঙে পড়ে। এরপরই মডুলার ব্রিজ তৈরির সিদ্ধান্ত নেয় সিকিম প্রশাসন। দায়িত্ব দেওয়া হয় BRO-কে। প্রবল বৃষ্টি এবং ধস প্রতিরোধের কথা মাথায় রেখে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর কাজ শেষ হওয়ায় উত্তর সিকিমে যাওয়ার পথ সুগম হল। যদিও ১০ নম্বর জাতীয় সড়কের বেহাল দশায় পুজো পর্যটনে উত্তর সিকিমে (North Sikkim) বেড়াতে কতজন পর্যটক যাবেন, তা নিয়ে সংশয়ে পর্যটন ব্যবসায়ীরা।
জাতীয় সড়কের বেহাল দশায় দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট (Raju Bista)-কে কাঠগড়ায় তুলেছে অনীত থাপার দল। পূর্ত দপ্তরের হাত থেকে রাস্তাটির দায়িত্ব এনএইচআইডিসিএল-কে দেওয়ার ক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন বিস্ট। তা স্মরণ করিয়ে দিয়ে মোর্চা নেতা এসপি শর্মার প্রশ্ন, কেন্দ্রীয় সড়ক সংস্থাটিকে দায়িত্ব দেওয়ার পরও ১০ নম্বর জাতীয় সড়ক দিনের পর দিন বন্ধ থাকছে কেন?। নতুন করে গতকাল থেকে ১৫ অগাস্ট পর্যন্ত রাস্তাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এনএইচআইডিসিএল।