Sexual abuse | স্কুলছাত্রীদের যৌন নির্যাতনে গ্রেপ্তার ১১

Sexual abuse | স্কুলছাত্রীদের যৌন নির্যাতনে গ্রেপ্তার ১১

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


জয়পুর: বেছে বেছে নাবালিকা স্কুলছাত্রীদের নিশানা করা হত। সমাজমাধ্যমে তাদের সঙ্গে আলাপ জমাত অভিযুক্তরা। তারপরেই শুরু হত যৌন নির্যাতন। সম্প্রতি এমনই একের পর এক অভিযোগ উঠেছে রাজস্থানের বেওয়ার জেলায়। ইতিমধ্যে তিন নাবালক সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদেরও খোঁজ চলছে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি বেওয়ার জেলার ছোট শহর মাসুদায় একাধিক স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। কিছুক্ষেত্রে ধর্মান্তরণের অভিযোগও ওঠে। অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নানা প্রান্তে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। বিক্ষোভের জেরে জনসমাবেশ এড়াতে মাসুদা, বিজয়নগর, কেকদি, সারওয়াদ প্রভৃতি এলাকায় বাজার বন্ধ করে দেওয়া হয়। এরপর তদন্তে নেমে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এক নির্যাতিতা কিশোরী জানিয়েছে, কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে তাকে ভয় দেখিয়ে লাগাতার যৌন হেনস্তা করা হত।

মাসুদার ডিএসপি সজ্জন সিং জানিয়েছেন, নির্যাতনে জড়িত থাকার অভিযোগে এলাকার প্রাক্তন কাউন্সিলার হাকিম কুরেশিকেও গ্রেপ্তার করা হয়েছে। কোটদার একটি আদালত তাঁকে পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *