Sacked Lecturers | নতুন করে পরীক্ষা কেন? প্রশ্ন তুলে আগামীকাল ‘অর্ধনগ্ন’ হয়ে মিছিলের ডাক ‘যোগ্য’ চাকরিহারাদের

Sacked Lecturers | নতুন করে পরীক্ষা কেন? প্রশ্ন তুলে আগামীকাল ‘অর্ধনগ্ন’ হয়ে মিছিলের ডাক ‘যোগ্য’ চাকরিহারাদের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে প্রবীণ কর্মকার নামে এক ‘চাকরিহারা’ শিক্ষকের (Sacked Lecturers)। প্রবীণের কিডনির সমস্যা থাকলেও প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানা গেছে, মস্তিস্কে রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে তার। বৃহস্পতিবার এই মৃত্যু নিয়েও সরব হন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদসস্যরা। তাঁরা জাানান সরকারের উপর চাপ বৃদ্ধি করতে শিয়ালদহ থেকে শুক্রবার অর্ধনগ্ন হয়ে নবান্ন অভিমুখে মিছিলে নামবেন তাঁরা।

‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন দ্বিতীয়বার কেন তাঁদের পরীক্ষা দিতে হবে? অন্দোলনকারীদের বক্তব্য, এমন অনেক শিক্ষক-শিক্ষিকারা আছেন যাঁরা অসুস্থ, অন্তঃসত্ত্বা, তাঁরা নতুন করে কী করে পরীক্ষায় বসবেন? আর পরীক্ষার কথা শুধু  যোগ্যদেরই কেন বলা হচ্ছে, কেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে প্রথমে বরাভয় দিলেও এখন অযোগ্যদের অন্য দফতরে কাজের সুযোগ করে দেওয়ার কথা বলছেন?

আন্দোলনকারীরা জানান, স্কুল সার্ভিস কমিশন (SSC), পর্ষদের দুর্নীতি রাজ্যের শিক্ষাব্যবস্থা তথা ‘যোগ্য’ শিক্ষকদের নগ্ন করে দিয়েছে।। তাই অর্ধনগ্ন হয়েই নিজেদের প্রতিবাদ জানাতে চান তাঁরা। বৃহস্পতিবার সকালেই ছ’জন চাকরিহারা শিক্ষক কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন চত্বরে পৌঁছে গিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে গবে। কিন্তু বৈধ অনুমতিপত্র না-থাকায় তাঁদের আটক করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *