Raiganj | ‘শহরের পরিস্থিতি উদ্বেগজনক, তাই কার্নিভালে যোগ দিচ্ছি না’, বিস্ফোরক পোস্ট তৃণমূল বিধায়কের

Raiganj | ‘শহরের পরিস্থিতি উদ্বেগজনক, তাই কার্নিভালে যোগ দিচ্ছি না’, বিস্ফোরক পোস্ট তৃণমূল বিধায়কের

শিক্ষা
Spread the love


রায়গঞ্জ: কানির্ভাল শুরুর মুহূর্তে রায়গঞ্জ পৌর পরিষেবার বিরুদ্ধে সরব হয়ে কার্নিভাল বয়কট করলেন রায়গঞ্জের (Raiganj) বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। নিজের সামাজিক মাধ্যমে এক পোস্ট করে জানিয়েছেন, শনিবার অনুষ্ঠিত পুজো কার্নিভাল থেকে নিজেকে বিরত রাখছেন।

ফেসবুকে বিধায়ক লেখেন, ‘সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বলতে চাই, শহরের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। রায়গঞ্জ পৌরসভা ও প্রশাসনের চরম অবহেলার কারণে শহরের পরিচ্ছন্নতা ও পরিকাঠামো উন্নয়ন সম্পূর্ণভাবে থমকে গেছে। জলাবদ্ধতা, নোংরা রাস্তাঘাট, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা আজ আমাদের সকলের চোখে পড়ছে। আমাদের সরকার নগর উন্নয়ন বিভাগ থেকে ৭ কোটি টাকা, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ থেকে ১০ কোটি দিয়েছে রায়গঞ্জে পৌরসভা এলাকার উন্নয়নের জন্য। কিন্তু উন্নয়নের কাজে সম্পূর্ণ ব্যর্থ পৌরসভা এবং প্রশাসন। তাই জনগণ ক্ষিপ্ত হয়ে আছে পৌরসভার উদাসীনতা ও নিম্নমানের পরিষেবা নিয়ে।  এই অবস্থায় শহরের উন্নয়ন ও নাগরিক সুরক্ষাকে উপেক্ষা করে শুধুমাত্র উৎসবের নামে প্রদর্শনীতে হাজির হওয়া অনুচিত। তাই রায়গঞ্জের বিধায়ক হিসেবে এই বছরের পুজো কার্নিভাল থেকে নিজেকে বিরত রাখছি।’

যদিও রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকার বলেন, ‘পুজোর আগে আমরা রায়গঞ্জ শহরকে ঝাঁ চকচকে করে তুলেছি। সরকার যে টাকা দিয়েছে তা দিয়ে রাস্তা তৈরি করেছি। পরিষেবা নিয়ে কারো কোনও  অভিযোগ নেই। কিন্তু অভিযোগ জানিয়েছেন আমাদের বিধায়ক। কি কারণে অভিযোগ করেছেন বুঝতে পারছি না। কারণ তিনি তাঁর পছন্দ মতো ঠিকাদারদের কাজ দিচ্ছেন, দলীয় সংগঠন সাজিয়েছেন। তা সত্বেও কেন এমন অভিযোগ বুঝতে পারছি না। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনও রহস্য আছে।’

বিধায়কের পোস্ট দেখে বিজেপির (BJP) প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী কটাক্ষের সুরে বলেন, ‘ড্রামা চলছে। রায়গঞ্জের মানুষ তৃণমূল কংগ্রেস দলটাকে জঞ্জাল মনে করছে। সময়ের অপেক্ষা করুন ডাস্টবিনে ছুড়ে ফেলবে। একটু ধৈর্য ধরুন আর কার্নিভাল করতে হবে না।’  যদিও বিধায়কের এই পোস্টকে সমর্থন জানিয়েছেন শহরবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *