বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ : একটি সময় সবই ঠিক ছিল। আজ নেই। জীবনকে ভালো রাখতে গিয়ে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের একটিকে হারাতে হয়েছে। তবুও বিন্দোল গ্রাম পঞ্চায়েতের জালিপাড়া গ্রামের বাসিন্দারা হাল ছাড়তে রাজি নন। জীবনে অন্ধকার নামলেও দেবীর আশীর্বাদে সবই একদিন ঠিক হয়ে যাবে বলে রবি জালি, নগেন বর্মন, নমিতা জালি, হরেন দাস, কৃষ্ণপদ বর্মনের মতো অনেকেরই বিশ্বাস।
রবির কথায় আসা যাক। রাজমিস্ত্রি হিসেবে কাজ করতে বছরখানেক আগে দিল্লি গিয়েছিলেন। সেখানে কাজের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে এক নার্সিংহোমে পাঠানো হয়। চিকিৎসা বাবদ রবিকে কোনও টাকাপয়সা দিতে হয়নি। তাই এনিয়ে প্রথমে অবাক হয়ে গিয়েছিলেন। পরে জানতে পারেন ওই নার্সিংহোমে ‘চিকিৎসা’ চলাকালীনই রবির একটি কিডনি কেটে নেওয়া হয়। আর তারপর থেকেই শরীরে প্রচুর সমস্যা। সংসারে দুঃখ। রবি অবশ্য সেই দুঃখ মেটার স্বপ্ন দেখেন। তাই পরিবার নিয়ে এবারও তিনি পুজোমণ্ডপে যাবেন।
জালিপাড়া গ্রামের দুর্গাপুজো নতুন নয়। বহুদিন ধরেই হয়। তবে পুজোয় শামিল বাসিন্দাদের আনন্দ আগের তুলনায় অনেকটাই কমেছে। কাজের খোঁজে বাসিন্দাদের অনেকেই বাইরে গিয়েছিলেন। কিন্তু দালালদের ষড়যন্ত্রে সেই বাইরে যাওয়া যে বিভীষিকাময় হয়ে উঠবে তা কোনওদিন ভাবতেও পারেননি। বাসিন্দাদের অনেকেই শরীরের একটি কিডনি হারিয়েছেন। যেভাবে এই সমস্যা এই গ্রামে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করে তাতে একদিন এর নাম ‘কিডনিগ্রাম’ হয়ে যায়। নগেনরা অবশ্য পুরোদমে জীবনে ফেরার চেষ্টা চালিয়েছেন। আজও চালাচ্ছেন। অসুস্থ শরীরে খুঁড়িয়ে খুঁড়িয়ে কাজকর্ম করেন। বাড়িতে গোরু ও মুরগি পালন, হাটে সবজি বিক্রি করে কোনওমতে সংসার চলে। এভাবেই বছর গড়ায়। কিন্তু পুজোর সময়টা এলে নমিতাদের গলার কাছটা ভারী হয়ে আসে। ‘আমাদেরই কেন এমনটা হল?’ বলে প্রশ্ন বারবার মনে ভিড় করা শুরু করে।
সমস্যা জেনেও প্রশাসন পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ। বিন্দোল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান জিন্নাতুন খাতুন বললেন, ‘জেলা প্রশাসনের তরফে কিডনি খোয়ানো পরিযায়ী শ্রমিকদের একবার সাহায্য করা হয়েছিল। কিন্তু সে প্রায় ১১ বছর আগের কথা। তারপর থেকে প্রশাসন এই বাসিন্দাদের দিকে আর ফিরেও তাকায়নি।’ এ নিয়ে অনেকেরই ক্ষোভ। গোটা বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে অবশ্য রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি জানিয়েছেন।
সমস্যা মিটবে কি? জালিপাড়ার হরেন দাসও দালালদের দাপটে কিডনি খুইয়েছেন। তাঁর দৃঢ় বিশ্বাস, ‘নিশ্চয়ই মিটবে। মাকে আমরা তো সেই আর্জিই জানিয়েছি।’
The submit Raiganj | বিষাদের মাঝেও হর্ষের খোঁজে ‘কিডনিগ্রাম’ appeared first on Uttarbanga Sambad.