Raiganj | ছেলের জীবন বাঁচাতে হোটেল ছেড়ে ফুটপাথে বাবার সংগ্রাম 

Raiganj | ছেলের জীবন বাঁচাতে হোটেল ছেড়ে ফুটপাথে বাবার সংগ্রাম 

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রায়গঞ্জ: ভালোবাসার সপ্তাহ উদযাপন চলছে জোরকদমে। চকোলেট, টেডি বিয়ারের দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। সম্পর্কের টানে রোজ কত মানুষ কতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেইরকমই এক ভালোবাসার, নিরন্তর চেষ্টার গল্প শোনা যাবে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের কাছে বড় শপিং মলের সামনে গেলে। ছেলের জীবন বাঁচাতে বাবার সংগ্রাম।

সকাল থেকে গৌরী পঞ্চায়েতের নরম গ্রামের বাসিন্দা রাম দাসের চিন্তা কীভাবে বড় সন্তান রাকেশকে বাঁচিয়ে তুলব। ছেলের চিকিৎসার জন্যই মুম্বইয়ের বড় হোটেলের শেফের কাজ ছেড়ে রায়গঞ্জের ফুটপাথে এসে দোকান খুলেছেন রামচন্দ্র দাস। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের কাছে বড় শপিং মলের সামনে ইদানীং বসছে নানা ধরনের খাবারের দোকান। তাদের মধ্যে একটি হল রাম দা’র স্প্রিং রোলের দোকান। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই সেই দোকান ঘিরে জমতে শুরু করে নানা বয়সিদের ভিড়।

রাম দাসের কথায়, ‘আগে মুম্বই শহরের বড় হোটেলে রান্না সামলাতাম। কিন্তু বড় ছেলের ব্রেন টিউমার ধরা পড়ায় সব ছেড়ে রায়গঞ্জ আসি। তারপর ছেলের চিকিৎসার জন্য দিল্লির এইমসে যাই। মাসের পর মাস এইমসে থেকে চিকিৎসা করাতে হয় বলে হোটেলের স্থায়ী চাকরি হারিয়েছি। তাই বাধ্য হয়ে ফুটপাথে খাবার দোকান বসাই। যা রোজগার হয় এতে পেট চলে। বড় ছেলে রাকেশের চিকিৎসার খরচ জোগাড় করতে এখন এটাই আমার একমাত্র সম্পদ।’

দোকানদার রামচন্দ্র দাস জানান, টোটোর মধ্যে বসানো এই দোকানে সোয়াবিন রোল, ভেজ রোল এবং পনির স্প্রিং রোল বিক্রি করি।

ক্রেতা সঞ্চিতা দাস বলেন, ‘আগে বহু দোকানে স্প্রিং রোল খেলেও এর টেস্ট একেবারেই আলাদা। বড় বড় রেস্টুরেন্টের মতন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *