Rahul Gandhi | অক্সিজেন জোগানোর চেষ্টা! নৈশভোজে ‘ইন্ডিয়া’ জোটকে আমন্ত্রণ জানালেন রাহুল

Rahul Gandhi | অক্সিজেন জোগানোর চেষ্টা! নৈশভোজে ‘ইন্ডিয়া’ জোটকে আমন্ত্রণ জানালেন রাহুল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের (INDIA Alliance) বর্তমান পরিস্থিতি কি? জোটের সদস্যরা কি এখনও একছাতার তলায় রয়েছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খোলসাভাবে দেওয়া অতি বড় রাজনীতিবিদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। জোট তো রয়েছে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে জোট তৈরি হয়েছিল তা একেবারে থিতিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটকে চাঙ্গা করতে আসরে নামলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। বৃহস্পতিবার জোটের সমস্ত সদস্যদের ডাকলেন নৈশভোজে। যেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। সূত্রের খবর ‘সেনাপতি’ নৈশভোজে থাকবেন বলে কথা দিয়েছেন রাহুলকে।

রাহুলের ডাকা নৈশভোজে ঠিক কী নিয়ে আলোচনা করবেন জোটের সদস্যরা? ভুয়ো ভোটার রুখতে সম্প্রতি বিহারে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। ইতিমধ্যেই সেখানে বাদ গিয়েছে ৬৫ লক্ষ ভোটারের নাম। এ নিয়ে গোটা দেশজুড়ে রাজনৈতিক পরিসরে ঝড় উঠেছে। তাই এই বৈঠকের মূল এজেন্ডা হতে চলেছে  এসআইআর। এসআরআই নিয়ে বাংলা-সহ দেশব্যাপী কোনও কর্মসূচি গড়া যায় কিনা তা নিয়েও এদিন আলোচনা হবে। অন্যদিকে, উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়েও বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এদিনের নৈশভোজে।

উল্লেখ্য, বিগত লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট মজবুত থাকলেও নির্বাচন মিটতেই তা যেন ম্যাজিকের মতো উবে যায়। বাদল অধিবেশনের আগেই কংগ্রেসের তরফে আবারও একজোট করা হয় বিরোধীদের। সেই জোটকে আরও মজবুত করতে ইন্ডিয়া জোটের সদস্যদের নৈশভোজে আমন্ত্রণ জানালেন রাহুল। এখন দেখার রাহুলের এই চেষ্টা কতদূর সফল হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *