Previous Malda | বাবার বাড়িতে স্ত্রী, যোগাযোগ করেও মেটেনি সমস্যা! গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী তরুণ

Previous Malda | বাবার বাড়িতে স্ত্রী, যোগাযোগ করেও মেটেনি সমস্যা! গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী তরুণ

ভিডিও/VIDEO
Spread the love


মালদা: বিয়ের দুই মাসের মধ্যেই বাবার বাড়ি ফিরে গিয়েছিলেন স্ত্রী। প্রেম দিবসে স্ত্রীর সঙ্গে যোগাযোগও করেছিলেন স্বামী। কিন্তু তারপরেও সমস্যা মেটেনি। তাই নিজেকে শেষ করার পথই বেছে নিলেন ২৩ বছরের এক তরুণ। মঙ্গলবার রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি (Suicide case)। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার (Previous Malda) সাহাপুরের বিমল দাস কলোনি এলাকায়।

জানা গিয়েছে, মৃত তরুণের নাম সুরজিৎ হালদার। মালদা শহরের চিত্তরঞ্জন মার্কেটে দর্জির কাজ করতেন তিনি। পরিবার সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফরাক্কার ধুলিয়ান এলাকার এক তরুণী জৈতিকা মণ্ডলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ৮ মাস আগে তাঁরা বিয়ে করেন। অভিযোগ, বিয়ের পরে জামাইবাবুর সঙ্গে ওই তরুণী গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলতেন। যা নিয়ে স্বামী-স্ত্রীর সম্পর্কে চির ধরে। এরপর বিয়ের ২ মাসের মধ্যেই বাবার বাড়ি চলে যান ওই তরুণী। মঙ্গলবার রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুরজিৎ। এমনকি সেই ভিডিও কলের রেকর্ডিংও পেয়েছেন পরিবারের লোকজন। মৃত তরুণের দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *