President Droupadi Murmu | ‘পরীক্ষা ছিল অপারেশন সিঁদুর’, রাষ্ট্রপতির ভাষণে ‘আত্মনির্ভর’ ভারতের বার্তা

President Droupadi Murmu | ‘পরীক্ষা ছিল অপারেশন সিঁদুর’, রাষ্ট্রপতির ভাষণে ‘আত্মনির্ভর’ ভারতের বার্তা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাষ্ট্রপতির ভাষণে অপারেশন সিঁদুরের ভূয়সী প্রশংসার সাক্ষী থাকল ভারতবাসী। সেই সঙ্গে তাঁর বার্তায় উঠে এল দেশের তরুণ,মহিলা এবং প্রান্তিক মানুষদের কথাও। এদিন স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর তাঁর সেই ভাষণেই অপারেশন সিঁদুরকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার লড়াই’ বলে আখ্যা দিলেন তিনি।

জাতির উদ্দেশ্যে এদিন তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, “প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ ভারতের পরীক্ষা ছিল অপারেশন সিঁদুর। ফলাফল প্রমাণ করে দিয়েছে আমরা সঠিক পথেই রয়েছি। আমাদের দেশীয় উৎপাদন এমন এক গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছে গিয়েছে, যা আমাদের অনেক নিরাপত্তা-প্রয়োজনীয়তায় স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। স্বাধীনতার পর থেকে ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এগুলি এক যুগান্তকারী সাফল্য।”

এর পাশাপাশি, ২০৪৭ সালের মধ্যে ভারত একটি উন্নত অর্থনীতির দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে বলেও আশাপ্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের সমাজের তিনটি স্তরই ভবিষ্যতে পথ দেখাবে- তরুণ, মহিলা ও দীর্ঘদিন প্রান্তিক স্তরে পড়ে থাকা অংশটি। আমাদের তরুণ প্রজন্ম অবশেষে নিজেদের স্বপ্ন সত্যি করার সঠিক পরিবেশ পেয়েছে। জাতীয় শিক্ষা নীতি বহু পরিবর্তনের সাক্ষী থেকেছে।”

প্রসঙ্গত, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, অপারেশন সিঁদুরে অসামান্য বীরত্ব প্রদর্শনের পুরস্কার প্রদানের জন্য ঘোষণা করা হয়েছে ১৬ বিএসএফ জওয়ানের নাম। এর পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর ১,০৯০ পদক প্রাপকের নামও ঘোষণা করা হয়েছে এদিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *