উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়মিত ফল খাওয়া অবশ্যই ত্বকের জন্য ভালো। তবে সেই সঙ্গে কিছু ফলের রসের ফেসপ্যাক মাখলেও ত্বকের সমস্যা দূর হতে পারে (Pores and skin Care)। কিন্তু কোন ফলের রস দিয়ে কীভাবে ফেসপ্যাক বানাবেন তা জানুন…
১. কলার মধ্যে থাকা ভিটামিন কে, সি, ই ও ফাইবার ত্বকের পক্ষে দারুণ উপকারি। প্রথমে একটা কলা চটকে নিয়ে মুখে মেখে নিন। কিছুক্ষণ রেখে উষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
২. কিছু পরিমাণ বেদানার রসের সঙ্গে ময়দা, মধু মিশিয়ে একটা ফেসমাস্ক তৈরি করুন। সপ্তাতে অন্তত দু’বার এই ফেসপ্যাক ব্যবহার করুন।
৩. পাকা পেঁপে চটকে নিয়ে তার মধ্যে মধু মিশিয়ে নিন। কিছুক্ষণ রেখে উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক ঝকঝকে হয়ে উঠবে।