উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (Meeting Election 2025)। বাংলায় পদ্মফুল ফোটাতে আগেভাগেই ময়দানে নামছে মোদি ব্রিগেড। বদল ঘটছে হেভিওয়েটদের কর্মসূচিতেও। শুধু জনসভা করলেই হবে না, করতে হবে জনসংযোগ তা একপ্রকার বুঝে গিয়েছে বিজেপি শিবির (BJP)। সে কারণেই আগামী ১৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচিতে থাকছে রোড শো। মোদির সফরসুচিতে রোড শো-এর কথা উল্লেখ না থাকলেও আমজনতার মন জয় করতে তড়িঘড়ি রোড শোয়ের আয়োজন বলে বঙ্গ বিজেপি সূত্রে জানা গেছে।
নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সফর নিয়ে বঙ্গ বিজেপির তরফে জানা গেছে, আগামী ১৮ জুলাই অর্থাৎ শুক্রবার দূর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনসভার পাশাপাশি তিনি রোড শো-ও করবেন। যদিও তাঁর সফরসূচিতে কোনও রোড শোয়ের উল্লেখ নেই তবুও এই আয়োজন। কেন? জবাবে পদ্ম নেতারা বলছেন, মূলত জনসংযোগের জন্য এমন ভাবনা। জনসভার মাঠে পৌঁছনোর ব্যবস্থা এমন ভাবে সাজানো হচ্ছে যে, সভাস্থলে পৌঁছনোর আগে থেকেই জনসংযোগ করতে করতে এগোবে প্রধানমন্ত্রীর কনভয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বঙ্গ বিজেপিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত সফরসূচি জানিয়ে দেওয়া হয়েছে। অণ্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে তিনি পৌঁছবেন নেহরু স্টেডিয়ামে। ওই যাত্রাপথের শেষ ৩ কিলোমিটার রোড শো করবেন নমো। রোড শো শুরু হলেই পুষ্প বৃষ্টি করবেন রাস্তার দুপাশে জমায়েত করা সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা। ইতিমধ্যেই মোদির কর্মসূচি খতিয়ে দেখার জন্য দূর্গাপুরে রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। পাশাপাশি রাজ্যের তরফে পুরোটা খতিয়ে দেখছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ এবং সৌমেন্দু অধিকারী। যদিও দূর্গাপুরে (Durgapur) আসার আগে প্রধানমন্ত্রী যাবেন বিহারে। সেখানেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।