উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্থানে (Pakistan) একটি রাজনৈতিক সভায় আত্মঘাতী বিস্ফোরণ (Suicide bombing) হল মঙ্গলবার রাতে। এদিন সকালে সেনা শিবিরে হামলার পর রাতে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় ওই সভায় আত্মঘাতী বিস্ফোরণে প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, আহত হয়েছেন আরও ৩০ জন। যাঁদের বেশিরভাগ অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তানে জোড়া হামলার ঘটনায় মৃতের সংখ্যা ২৬।
বালোচিস্তান ন্যাশনাল পার্টির নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লা মেঙ্গালের (Sardar Ataullah Mengal) মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছিল শহরের এক স্টেডিয়ামে। সভা শেষে বের হওয়ার সময় স্টেডিয়ামের পার্কিং লটে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনাটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৮ জনের। প্রাথমিক তদন্তে পুলিশের তরফে জানানো হয়েছে এটি একটি আত্মঘাতী হামলা। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন ওই হামলার দায় স্বীকার করেনি।
মঙ্গলবার রাতে এই হামলার আগে ওইদিন সকালে উত্তর-পশ্চিম কাশ্মীরের বান্নু অঞ্চলে আরেকটি বিস্ফোরণের ঘটনা হয় । সেখানে আধাসেনার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি প্রথমে ধাক্কা মারে সেনা শিবিরের দেওয়ালে। বিস্ফোরণে মাত্রা এতটাই বেশি যে, সেনাঘাঁটির দেওয়াল গুঁড়িয়ে যায়। এরপর ভেতরে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আরও এক জঙ্গি। ওই হামলায় মৃত্যু হয় ১২ জনের। পালটা সেনার গুলিতে ৬ জঙ্গির মৃত্যু হয়। সেনা ও জঙ্গির মধ্যে প্রায় ১২ ঘণ্টার গুলির লড়াই চলে।