Pak Airspace Ban | পাক আকাশে প্রবেশে নিষেধাজ্ঞা, ৫,০০০ কোটির ক্ষতি হতে পারে এয়ার ইন্ডিয়ার!  

Pak Airspace Ban | পাক আকাশে প্রবেশে নিষেধাজ্ঞা, ৫,০০০ কোটির ক্ষতি হতে পারে এয়ার ইন্ডিয়ার!  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান তাঁদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেওয়ায় এয়ার ইন্ডিয়া প্রতি বছর প্রায় ৫০০০ কোটি টাকা ক্ষতীর সম্মুখীন হতে পারে। ওই বিমান সংস্থা থেকে প্রাপ্ত একটি চিঠির সূত্রে এমনটা জানিয়েছে এক জনৈক সংবাদমাধ্যম।

সূত্রের খবর চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় তাঁদের নতুন রুট দিয়ে অনেকটা ঘুরপথে যেতে হবে। যার ফলে জ্বালানীও অনেকটা বেশি খরচ হবে। ফলে বাড়বে খরচও। এই নতুন রুট অনেকটা দীর্ঘ হওয়ার ফলে তা যাত্রীদের ওপরেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ফলে পাকিস্তান কর্তৃক বহাল এই নিষেধাজ্ঞার জন্য এয়ার ইন্ডিয়া প্রতিবছর প্রায় ৬০০ মিলিয়ন ডলার বা ৫০০০ কোটি টাকা ক্ষতীর সম্মুখীন হবে বলে তাঁদের ধারণা।

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর ভারতের কূটনৈতিক নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পাকিস্তান তাঁদের আকাশসীমায় ভারতীয় বিমানের প্রবেশে নিষেদ্ধাজ্ঞা জারি করে। তবে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির ওপর কোনও প্রভাব ফেলবে না। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে ওই বিমান সংস্থা ভারতীয় বিমান পরিবহন মন্ত্রকের কাছে ভর্তুকির দাবি জানিয়েছে। যদিও এই ব্যাপারে ওই বিমান সংস্থার তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *