উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার জবাবে গত মঙ্গলবার পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছিল ভারত। বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি। আর এই আবহেই এবার ‘অপারেশন সিঁদুর’ ছবির ঘোষণা করেছে বলিউডের দুই প্রযোজনা সংস্থা (Operation Sindoor Movie)। সেনারা নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করে চলেছেন। আর এরই মাঝে ছবির পোস্টার (Poster launch) প্রকাশ্যে আসতে ধেয়ে এসেছে নেটপাড়ার কটাক্ষ (Backlash)। যদিও বিতর্ক বাড়তেই তড়িঘড়ি ছবির পোস্টার সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছেন ছবির নির্মাতারা। সেই সঙ্গে ক্ষমাও চাওয়া হয়েছে।
ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযান যে বড়পর্দায় ফুটিয়ে তুলতে ইচ্ছুক বলিউড, তা আগেই জানা গিয়েছিল। কিন্তু এরই মধ্যে শুক্রবার রাতে প্রকাশ্যে আসে ‘অপারেশন সিঁদুর’ ছবির পোস্টার। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন উত্তম মাহেশ্বরী এবং নিতিন কুমার গুপ্তা। পোস্টারে দেখা যাচ্ছে, যুদ্ধের আবহে এক ভারতীয় সেনা বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন। ওপরে লেখা রয়েছে ‘ভারত মাতা কি জয়’ এবং নীচে সিনেমার টাইটেল ‘অপারেশন সিঁদুর’। কিন্তু যুদ্ধের আবহেই এই ছবির ঘোষণায় বেজায় ক্ষুব্ধ নেটিজেনরা। যদিও এই নিয়ে মুখ খুলেছেন উত্তম মাহেশ্বরী।
পরিচালক ক্ষমা চেয়ে লিখেছেন, “আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বীরত্বপূর্ণ প্রচেষ্টার দ্বারা অনুপ্রাণিত হয়ে ‘অপারেশন সিঁদুরে’র উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র ঘোষণা করার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারও অনুভূতিতে আঘাত করা বা কাউকে উসকে দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না।” তিনি আরও লিখেছেন, ‘একজন পরিচালক হিসেবে আমাদের সেনাবাহিনীর সাহস, ত্যাগ এবং বীরত্বের কাহিনি প্রকাশ করতে চেয়েছিলাম। দেশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেই এই প্রচেষ্টা করা হয়েছিল, নিজেদের খ্যাতি এবং অর্থায়নের জন্য নয়। তবে আমি বুঝতে পেরেছি যে এই সংবেদনশীল সময়ে হয়তো ছবির ঘোষণা কারও কাছে অস্বস্তি কারণ হতে পারে। এর জন্য আমি গভীরভাবে দুঃখিত।’
প্রসঙ্গত, গত কয়েক বছরে যুদ্ধের প্রক্ষাপটে বানানো অনেক ছবিই দেশবাসীর মন জয় করতে সক্ষম হয়েছে। কিন্তু এবারের পরিস্থিতি আলাদা। কারণ ভারত-পাক উত্তেজনা এখনও অব্যাহত। এই আবহেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ছবির ঘোষণা সামনে আসতেই বিপাকে পড়লেন নির্মাতারা।