উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে নেপালে (Nepal) আটকে পড়েছেন প্রচুর ভারতীয় (Indians)। এবার তাঁদেরই দেশে ফেরাতে চলেছে কেন্দ্র। জানা গিয়েছে, বিশেষ বিমানে (Particular flights) করে কাঠমান্ডু থেকে আটকে পড়া ভারতীয়দের ফেরানো হবে। এনিয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে নয়াদিল্লি। আলোচনা চলছে নেপালের সেনাবাহিনীর সঙ্গেও (Nepali Military)।
সূত্রের খবর, বর্তমানে নেপালে প্রায় চারশোর বেশি ভারতীয় নাগরিক আটকে রয়েছেন। নিরাপদে যাতে সকলকে উদ্ধার করে আনা যায়, তা নিয়ে নেপালের সেনার সঙ্গে আলোচনা চালাচ্ছে কাঠমান্ডুতে থাকা ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। নয়াদিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার দু’টি বিমান পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে (Indian Air Power planes)। নেপালে অশান্তির জেরে মঙ্গলবারই বন্ধ করে দেওয়া হয়েছিল কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর। ফলে বাতিল হয়ে যায় সব বিমান। এই পরিস্থিতিতে নেপালে আটকে পড়েন প্রচুর মানুষ। তবে নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার ঘোষণা করেছে যে, এদিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর থেকেই ত্রিভুবন বিমানবন্দরের পরিষেবা স্বাভাবিক হবে।
অন্যদিকে, মঙ্গলবারই বর্তমানে নেপালে ভ্রমণ এড়িয়ে চলা নিয়ে নাগরিকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছিল ভারতের বিদেশমন্ত্রক। সেই সঙ্গে নেপালে আটকে পড়া ভারতীয়দের জন্য কয়েকটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছিল। গতকাল রাতে নেপালের ঘটনায় দুঃখ প্রকাশ করে তরুণদের মৃত্যুর ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেপালের নাগরিকদের শান্তি বজায় রাখার আহ্বানও জানিয়েছিলেন।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে সোমবার রাস্তায় নেমেছিল নেপালের যুবসমাজ। এরপর চাপের মুখে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেওয়া হলেও বিক্ষোভ অব্যাহত ছিল। এরপর মঙ্গলবার জনরোষের মুখে পড়ে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। সেই সঙ্গে নেপালের প্রাক্তন ও বর্তমান একাধিক মন্ত্রীর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে নেপালে শাসনের দায়িত্ব রয়েছে সেনার হাতে। বিকেল ৫টার পর থেকে দেশজুড়ে জারি হবে কারফিউ।