উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়াকফ (Waqf) সংশোধনী আইনের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পাশে দাঁড়ালেন মুসলিমদের একাংশ। দেশজুড়ে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংখ্যালঘু সমাজের সিংহভাগ রাস্তায় নামলেও দাউদি বোহরা (Dawoodi Bohra) সম্প্রদায়ের মুসলিমরা প্রধানমন্ত্রীর প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়েছেন। তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় মোদির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ধন্যবাদ জানিয়ে এলেন দাউদি বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিরা। বোহরা সম্প্রদায়ভুক্ত মুসলিমরা দীর্ঘদিন ধরেই ওয়াকফে সরকারি নিয়ন্ত্রণ চেয়ে আইন আনার দাবি জানাচ্ছিলেন। অবশেষে মোদি সরকার সেই আইন করায় খুশি তাঁরা।
ভারতে দাউদি বোহরা সম্প্রদায়ের মুসলিমরা সংখ্যালঘুদের মধ্যেও সংখ্যালঘু। মূলত পশ্চিম ভারতের বাসিন্দা এই মুসলিম সম্প্রদায় বিশ্বের ৪০ টি দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। খুবই শান্তিপ্রিয় নির্বিরোধী হিসেবে এই সম্প্রদায়ের মানুষের পরিচিতি রয়েছে। অন্যদিকে ভারতের মুসলিমদের প্রায় ৮৫ শতাংশ সুন্নী সম্প্রদায়ভুক্ত। শিয়া সম্প্রদায়ের মুসলিম হলেন বাকিদের মধ্যে ১৩ শতাংশ। সেই দিক থেকে দাউদি বোহরা সম্প্রদায়ের মুসলিমরা সংখ্যায় নিতান্তই নগন্য। তবে বর্তমানে যেখানে মুসলিম সম্প্রদায় তাঁদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে প্রতিদিনই পথে নামছেন, সেখানে মুসলিম সম্প্রদায়ের এই ক্ষুদ্র অংশের সমর্থন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতৃত্বের কাছে যথেষ্টই তাৎপর্যপূর্ণ।