Narendra Modi | ইজরায়েলের আয়রন ডোমের আদলে এবার ভারতের সুরক্ষায় ‘সুদর্শন চক্র’, মিশন শুরুর ঘোষণা মোদির

Narendra Modi | ইজরায়েলের আয়রন ডোমের আদলে এবার ভারতের সুরক্ষায় ‘সুদর্শন চক্র’, মিশন শুরুর ঘোষণা মোদির

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার থেকে ভারতের সুরক্ষায় আয়রন ডোম। ইজরায়েলের আকাশ প্রতিরক্ষার ধাঁচে এই প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হচ্ছে ‘সুদর্শন চক্র’ (Sudarshan Chakra)। শুক্রবার লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে এই ‘সুদর্শন চক্র মিশন’ শুরু করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী এক দশকে এই মিশনে জল স্থল ও আকাশ তিন ক্ষেত্রেই শত্রুকে দ্রুত শনাক্ত করে প্রতিহত এমনকি প্রত্যাঘাত করার সক্ষমতা সম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, এই মিশনের প্রধান লক্ষ্য কৌশলগত, নাগরিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপণাগুলির সুরক্ষা সর্বাগ্রে নিশ্চিত করা। পাশাপাশি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্রশস্ত্র দেশে তৈরি করা হবে। দেশীয় প্রযুক্তিতে এই ব্যবস্থা গড়ে তোলা হবে। ঠিক যেভাবে গাজা ও লেবানন সীমান্তে ইজরায়েল তার আয়রন ডোম প্রযুক্তি দিয়ে বহু রকেট হামলা ঠেকিয়েছে, ঠিক সেই ভাবেই এই সুদর্শন চক্র কাজ করবে। প্রধানমন্ত্রীর কথায় ‘শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র থেকে প্রেরণা নিয়ে আমরা এই জাতীয় সুরক্ষা ঢাল গড়ে তুলব। ২০৩৫ সালের মধ্যে এটিকে আরও বিস্তৃত, আধুনিক ও শক্তিশালী করে তোলা হবে।’ লালকেল্লা থেকে এদিন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেন মোদি। তিনি বলেন “সন্ত্রাসবাদী ও তাদের আশ্রয়দাতা- দু’জনকেই একইভাবে দেখা হবে। ভবিষ্যতে কোনও বিপদ ঘটলে শাস্তির ধরন ঠিক করার ক্ষমতা সেনাবাহিনীর হাতেই থাকবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *