Nagrakata | পুজোর মধ্যে বিশেষ নজরদারি! বন্যপ্রাণীর হাত থেকে বাঁচাতে গ্রামবাসীদের পাশে বন দপ্তর

Nagrakata | পুজোর মধ্যে বিশেষ নজরদারি! বন্যপ্রাণীর হাত থেকে বাঁচাতে গ্রামবাসীদের পাশে বন দপ্তর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: চলতি মাসেই ডুয়ার্সের চা বলয়ে কখনও চিতাবাঘ আবার কখনও হাতির হামলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুজোর সময় যেহেতু সন্ধ্যের পর প্রতিমা দর্শনের জন্য প্যান্ডেলমুখী জনতার যাতায়াত বাড়ে সেকারণে বুনোর উপদ্রুত এলাকাগুলিতে বিশেষ নজরদারি শুরু করেছে বন দপ্তরের বিন্নাগুড়ি রেঞ্জ। যেকোনও সমস্যায় যোগাযোগের জন্য প্রতিটি মন্ডপে গিয়ে বনকর্মীদের মোবাইল নম্বর দেওয়া ছাড়াও মঙ্গলবার সারাদিন ধরে সচেতনতামূলক মাইকিং করা হয় ওই রেঞ্জের পক্ষ থেকে। বানারহাট বাজার, তোতাপাড়া বাজার, মোগলকাটা চা বাগান, কলাবাড়ি বাজার, আলসিয়া মোড়, শান্তি মোড়, চানাডিপা, শালবাড়ি, আপার কলাবাড়ি, হৃদয়পুরের মত বিস্তীর্ণ তল্লাট জুড়ে ওই মাইকিং চলে। লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে কি করতে হবে তা বিশদে জানানো হয় স্থানীয়দের। দেওয়া হয় বিশেষ কিছু টিপস। উল্লেখ্য, ওই সমস্ত এলাকাগুলিই হাতি, চিতাবাঘ উপদ্রুত। বিন্নাগুড়ি রেঞ্জের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ বলেন, যে কোন রকম পরিস্থিতির মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছে। পুজোর বাকী দু দিন নজরদারি আরো বাড়ানো হয়েছে। মানুষ- বন্যপ্রাণ এর সংঘাত রুখতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *