নাগরাকাটা: পুজোর আগে বন্ধ হয়ে গেল নাগরাকাটা (Nagrakata)-র বামনডাঙ্গা-টন্ডু চা বাগান (Bamandanga Tondu Tea Backyard)। শুক্রবার সকালে সেখানে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি হয়। এর ফলে বিপাকে পড়লেন শ্রমিকরা।
জানা গিয়েছে, ঘটনার নেপথ্যে রয়েছে এক পাক্ষিকের বকেয়া বেতনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারের শ্রমিক অসন্তোষ। সেদিন টন্ডু ডিভিশনের শ্রমিকদের একাংশ বাগান ম্যানেজারকে বকেয়া মজুরি প্রদানের দাবিতে ওই ডিভিশন থেকে বামনডাঙ্গা চা বাগানের ফ্যাক্টরি পর্যন্ত গাড়ি থেকে নামিয়ে হাঁটিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।
কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা নিয়ে বামনডাঙ্গা-টন্ডুর কর্ণধার ঋত্বিক ভট্টাচার্য বলেন, ‘এছাড়া আর কোনো বিকল্প হাতে ছিল না। আমরা আইনের দ্বারস্থ হচ্ছি।’ এদিকে শ্রমিকরা দ্রুত বাগান খোলার দাবিতে সরব হয়েছেন। বকেয়া মজুরি ছাড়াও পুজোর বোনাসের কি হবে এনিয়ে উদ্বেগ শ্রমিক মহল্লায়।