লালবাগ: বিডিও-র বাসভবনে দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের লালবাগ মহকুমার অন্তর্গত লালগোলায়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় লালগোলার বিডিও দেবাশীষ মন্ডল-এর কোয়ার্টারে ইট বৃষ্টি করে। মুহূর্তের মধ্যে কোয়ার্টারের জানালা ও দেওয়ালে উড়ে এসে পড়তে থাকে ওই ইট-পাটকেল।
জানা গিয়েছে, ওই কোয়ার্টারে বিডিও ছাড়াও, যুগ্ম বিডিও সহ একাধিক সরকারি আধিকারিক তাঁদের পরিবার নিয়ে থাকেন। ঘটনাটি সিসিটিভি ফুটেজেও স্পষ্ট ধরা পড়েছে। ঘটনার পর আতঙ্কিত বিডিও সহ অন্যান্য আধিকারিকেরা লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। ঘটনাপ্রসঙ্গে বিডিও বলেন, ‘পুরো বিষয়টা লিখিত আকারে পুলিশকে জানানো হয়েছে। তাঁরা তদন্ত করে দেখছেন।” একইসঙ্গে এই ব্যাপারে এসডিপিও বিমান হালদার বলেন,”এই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুরো বিষয়টা খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।”